পার্থপ্রতীম ঘোষ, কলকাতা: রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পায়েল সরকার কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিপাড়ার জনপ্রিয় এই নাম। বেহালা পূর্ব থেকে নির্বাচনে লড়াইয়ের প্রসঙ্গে কী বললেন পায়েল?
বেহালা পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কী বলবেন?
হ্যাঁ, বেহালা পূর্ব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র থেকে আমি প্রার্থী হিসেবে মনোনীত করেছে আমি খুব খুশি। আমি খুব উত্তজিত এবং অবাকও। আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চাই। বেহালার মানুষের পাশে থাকতে চাই। বেহালার সঙ্গে আমার যোগাযোগ অনেক দিনের। বেহালার রাস্তাঘাট ভাল চিনি।
রত্না চট্টোপাধ্য়ায় বনাম পায়েল সরকার?
বেহালায় আমার প্রতিপক্ষ দলের প্রার্থী গুরুত্বপূর্ণ। রত্ন চট্টোপাধ্য়ায় বনাম পায়েল সরকার ব্যাপারটা আমি এভাবে দেখি না। আমার দল যখন এই কেন্দ্র থেকে আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে, তার মানে তারা কিছু ভেবেই করেছে। তারা যে জায়াগা আমাকে দিয়েছে সেই সম্মান যেন রাখতে পারি। আশা করব, বেহালার মানুষও আমার উপর সেই ভরসা রাখবেন। সেই ভরসা রাখলে আমি তার সম্মান রাখার চেষ্টা করব।
শোভন চট্টোপাধ্য়ায়ের দীর্ঘদিনের বিধায়ক, কথা হয়েছে?
এখনও কথা হয়নি। নিশ্চই কথা বলব। উনি অভিজ্ঞ একজন মানুষ। উনি অনেক কিছু জানেন। বেহালার মানুষ ওঁকে খুব ভালবাসেন। ওঁর সঙ্গে দেখা করে অনেক কিছু শিখতে চাই।
উল্লেখ্য, বিজেপিতে যোগদান করে পায়েল বলেছিলেন, ‘রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’
মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলছেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’
এদিকে বিজেপির প্রার্থীপদ নিয়ে অসন্তোষ। সূত্রের খবর, বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে জানালেন শোভন ও বৈশাখী।