কলকাতা: নানা টানাপোড়েনের পর শেষপর্যন্ত বাতিল হল হুগলির শ্রীরামপুর স্টেডিয়ামে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সভা। নাড্ডার আসা নিয়ে দুই বিজেপি নেতার পরস্পরবিরোধী বক্তব্যে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। 



শ্রীরামপুর, চণ্ডীতলা, চাঁপদানি ও উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন সভা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। মঞ্চে জাঙ্গিপাড়ার বিজেপি প্রার্থীর ছবিও লাগানো ছিল। প্রথমে বিজেপির তরফে সকাল সাড়ে ১১টায় সভা শুরুর কথা জানানো হয়। কিন্তু ঘণ্টাদেড়েক পরেও ভিড় না হওয়ায়, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু ঘোষণা করেন, নাড্ডার ভিডিও অথবা অডিও বার্তা প্রচার করা হবে। এরপরই সভাস্থল ছেড়ে ফিরে যেতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে বিজেপি নেতা সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করবেন নাড্ডা। ততক্ষণে ফাঁকা হয়ে যায় সভাস্থল। এরপর জেলা বিজেপি নেতৃত্ব জানায়, চপারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি থেকে সঠিক সময়ে আসতে পারেননি নাড্ডা। যদিও বিজেপি সূত্রে খবর, গতকাল থেকে নাড্ডা কলকাতাতেই রয়েছেন।



২০১৯-এ হুগলি লোকসভা কেন্দ্র দখল করলেও, পাশের শ্রীরামপুর অধরাই থেকেছে বিজেপির কাছে।আর ২১-এ যখন গোটা বাংলা দখল করতে ঝাপিয়ে পড়েছে বিজেপি, তখন সোমবার সেই শ্রীরামপুরে বাতিল হয়ে গেল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা। 



৩০ মার্চ, ডায়মন্ডহারবারে সভা বাতিল হলেও ফোন মারফৎ ভাষণ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এদিন মাঠ খালি হয়ে যাওয়ায় সেটুকুও হল না!শ্রীরামপুর, চণ্ডীতলা, চাঁপদানি ও উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন  শ্রীরামপুর স্টেডিয়ামে নাড্ডার সভা ছিল।



সকাল সাড়ে ১১টায় সভা শুরুর কথা থাকলেও মাঠের বেশিরভাগ দর্শকাসন তখনও ছিল খালি। এক ঘণ্টা কেটে যাওয়ার পর দুপুর পৌনে একটায় বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু ঘোষণা করেন, অডিও বার্তা দেবেন নাড্ডা। এরপরই সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করতে আসছেন জে পি নাড্ডা। 



দুই নেতার দুইরকম বক্তব্যে দ্বিধায় পড়ে যান দলের কর্মী-সমর্থকরাই। দেখা যায়, হাতে গোনা যে কয়েকজন নাড্ডার ভাষণ শুনতে এসেছিলেন, তাঁরাও আস্তে আস্তে সরে যেতে থাকলেন। একসময় স্টেডিয়াম ছাড়েন জে পি নাড্ডার নিরাপত্তারক্ষীরাও। 


 


জে পি নাড্ডার এই সভা বাতিল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছেন,  ৫০০ লোক দেখে হেলিকপ্টার আর নামেনি।


 


যদিও বিজেপি কর্মীদের একাংশের আবার অভিযোগ, তৃণমূলের বাধার মুখে পড়ে অনেকে সভাস্থল পর্যন্ত পৌঁছতে পারেননি অনেকে। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 



এরপর বিকেলে টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। টালিগঞ্জ আসনের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও বেহালা পূর্ব আসনের প্রার্থী পায়েল সরকারের সমর্থনে রোড শো করেন নাড্ডা।