নন্দীগ্রাম: মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়। দুজনেই প্রাক্তন সতীর্থ। এবার একজনের প্রশংসা করতে গিয়ে আরেকজনের তুলনা টানলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আজ, মঙ্গলবার, নন্দীগ্রামে সভা করতে গিয়ে মমতা বলেন, মুকুল বেচারা থাকে কাচরাপাড়া। ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া। এটা ওপর নিজের এলাকা। ওকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগর। মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়। অন্তত এটা আমি বলব।


দীর্ঘ কুড়ি বছর বাদে বিধানসভা ভোটে লড়ছেন মুকুল রায়। তাঁকে কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। টেঙ্গুয়া মোড় ক্রসিংয়ের জনসভার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নিজের লোকগুলোকে টিকিট দেয়নি। জয়প্রকাশকে টিকিট দেয়নি। মুকুল বেচারা থাকে কাচরাপাড়া। ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া। এটা ওপর নিজের এলাকা। ওকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগর। শুধু তাই নয়, শুভেন্দুর থেকে মুকুল ভাল বলেও মন্তব্য করেছেন মমতা। যদিও এসব মোটেই গুরুত্ব দেয়নি বিজেপি। আজ, সাংবাদিক বৈঠকে বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, হয় ভোট লুঠ, নয় তো সহানুভূতি, মমতা বন্দ্যোপাধ্যায় এই দুইয়ের ওপরে রয়েছেন।


অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে বিপক্ষের এরকম একাধিক নেতার প্রতিই সহানুভূতির সুরই শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। যদিও, এসবে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে, বিরোধী দলনের শীর্ষ নেত্রীর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। মমতা বলেন, বিজেপি এবার সিপিএমের হার্মাদ আর তৃণমূলের গদ্দারদের টিকিট দিয়েছে। সব ধার করা। গোটা পার্টিটাই ধার করা। জয়প্রকাশ মজুমদার বলেন, মমতা ভয় দেখাচ্ছেন। বিজেপি উন্নয়নের কথা বলছে, আসল পরিবর্তনের কথা বলছে। সোনার বাংলার কথা বলছে।


শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জিতেন্দ্র তিওয়ারি, ভোটের মুখে তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দেওয়া একাধিক নেতাকে এবারের ভোটে প্রার্থী করেছে বিজেপি। আর তা নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, অরিজিনাল লোক হলে থাকে, না হলে থাকে না। এটা মনে রাখবেন অমিত বাবু। আপনাকে দেখতে বেশ খাসা। গোলগাল। টুকটাক করছে গাল। কিন্তু কী বলুন তো অমিত বাবু, আপনি ভুল খেলে ফেললেন। নিজের লোকগুলোকে ঠকালেন, নিজের লোকগুলোকে প্রতারণা করলেন। সিপিএমকে মদত দিলেন। তৃণমূলকে ভাঙতে গিয়ে নিজের দলটাকে ভেঙে দিলেন।


অন্যদিকে দুর্যোধনের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছে বিজেপি। জয়প্রকাশ মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বিনাযুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। এটা কে বলেছিলেন? দুর্যোধন। মমতা এখন দুর্যোধনের ভূমিকা পালন করছেন। ভোটের আগে কেউ কোনও কৌশল বাদ রাখছেন না। রাজনীতিবিদদের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে তাৎপর্য। এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একদা সতীর্থ, বর্তমানে বিরোধী দলের নেতাদের কথা উঠে আসা ইঙ্গিতপূর্ণ।