WB Election 2021 LIVE Updates: স্ত্রী তৃণমূল প্রার্থী, আইপিএস স্বামীকে বদলি কমিশনের
West Bengal Election 2021 LIVE Updates: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ি। এই বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজ নন্দীগ্রামে কর্মিসভা রয়েছে তৃণমূলনেত্রীর। বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।
স্ত্রী লাভলি মৈত্রকে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। হাওড়া গ্রামীণের এসপি-কে বদলি করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত মানব, তবে সবকিছুই যেন নিরপেক্ষভাবে হয়। প্রতিক্রিয়া লাভলী মৈত্রের।
দলীয় নেতৃত্বের অসন্তোষের মুখে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর প্রথমবার কৃষ্ণনগরে গেলেও দেখা করলেন না কৃষ্ণনগর পুরসভার প্রশাসক তথা তৃণমূলের জেলা সহ সভাপতি অসীম সাহা। তাঁর বক্তব্য সেলিব্রিটি প্রার্থী নিয়ে কৃষ্ণনগরের মানুষ খুশি নন। সবার কাছে যাব, সবাইকে নিয়ে কাজ করব, প্রতিক্রিয়া কৌশানীর।
উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসে ফের প্রার্থী অসন্তোষ। ইটাহার, চাকুলিয়ার পর হেমতাবাদেও প্রার্থী বদলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে টিম পিকের বিরুদ্ধে ক্ষোভ। দু-চারদিনের মধ্যে সব মিটে যাবে। দাবি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির।
সোনাচূড়ার বাসুলি মন্দির দর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পুজো দেন। মূর্তিতে মালা পরান। এরপর অপেক্ষারত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম কর্মিসভা করেন মমতা। কাল হলদিয়ায় মনোনয়ন পেশ করবেন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার করেন।
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘১ এপ্রিল খেলা হবে। পুরনো অত্যাচারী অনেক সিপিএম নন্দীগ্রামে ফিরেছে। লক্ষ্মণ শেঠের সঙ্গীদের নিয়ে অত্যাচার করেছিল, তারা ঢুকছে। শিব চতুর্দশীর দিন তৃণমূলের ইস্তেহার প্রকাশ হবে।’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘হাসপাতাল-কলেজ থেকে জলপ্রকল্প, সব করে দিয়েছি। আগামীদিনে নন্দীগ্রামকে মডেল করে দেব। নানারকম চক্রান্ত চলবে, চক্রান্তে পা দেবেন না। নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছি, পরে কুঁড়ে ঘর বানিয়ে নেব। আমি যা কথা দিই, তা রাখি।’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন? মুখস্থ করে এসে বুলি আওড়াচ্ছেন?’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘কেউ কেউ বলছে আমি নাকি বাইরের লোক। আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে?
গুজরাত থেকে যারা আসছে তাঁরা বাংলার লোক? কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে?’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘সেদিনও আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজও আছি। আপনারা দলের সম্পদ, আপনারা বললে চলে যাব। মনোনয়ন জমা দেব না। কিন্তু আপনারা বললে আমি কাল মনোনয়ন দেব।’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। অসুস্থ ছিলাম, হাসপাতাল থেকে চলে এসেছিলাম। কোলাঘাটে আমার গাড়ির উপর হামলা, সেদিন কেউ ছিল না। রাজ্যপাল ফোন করে বললেন, আপনাকে পেট্রোল বোমা মারার চক্রান্ত চলছে। আনিসুরের বাইকে লুকিয়ে তমলুক হাসপাতালে যাই। আনিসুর জেলে আছে, কে জেলে ভরেছে, নাম বলব না। সিপিএম ভাবতে পারেনি, আমি স্কুটারে করে পৌঁছে যাব। তারপর চণ্ডীপুর হয়ে নন্দীগ্রামে ঢুকেছিলাম, শুরু হয়েছিল অকথ্য অত্যাচার। ১০ নভেম্বর সূর্যোদয়ের নামে ১০ জনের দেহ লোপাট করা হল। ভাঙাবেড়া থেকে সোনাচূড়া, একই অত্যাচার হয়েছে। সেদিনও আমি আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আজও আছি।’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনের তুফান আসত না। মাথায় ছিল হয় সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে দাঁড়াব।’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘নন্দীগ্রামের মানুষের কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি। নন্দীগ্রামে আমি কেন দাঁড়ালাম? ভবানীপুর থেকেও তো দাঁড়াতে পারতাম। শেষবার যখন এসেছিলাম সেদিন কথা দিয়েছিলাম। আপনাদের উদ্দীপনা দেখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম।’
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। সারা বিশ্বে নন্দীগ্রাম পৌঁছে গেছে।’
নন্দীগ্রামে মমতা বলেছেন, ‘মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। সারা বিশ্বে নন্দীগ্রাম পৌঁছে গেছে। নন্দীগ্রামের মানুষের কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি।নন্দীগ্রামে আমি কেন দাঁড়ালাম? ভবানীপুর থেকেও তো দাঁড়াতে পারতাম।শেষবার যখন এসেছিলাম সেদিন কথা দিয়েছিলাম।আপনাদের উদ্দীপনা দেখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম।সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনের তুফান আসত না।মাথায় ছিল হয় সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে দাঁড়াব।’
নন্দীগ্রামে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।নন্দীগ্রামে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আজ নন্দীগ্রামে কর্মিসভা তৃণমূলনেত্রীর।বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।
খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী বদল করল কংগ্রেস। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার নতুন প্রার্থী হলেন রীতা শর্মা। তিনি খড়গপুর পুরসভার ২৫ বছরের কাউন্সিলর। এর আগে খড়গপুর সদর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে সমীর রায়ের নাম ঘোষণা করা হয়। তাঁকে বহিরাগত বলে দাবি করে রবিবার খড়গপুরের গোলবাজারে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। এরপরই কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে কথা বলে প্রার্থী বদল করা হয়। সমীর রায়কে পিংলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। প্রার্থী বদলে খুশি খড়গপুর শহরের কংগ্রেস কর্মীরা। ১ এপ্রিল দ্বিতীয় দফায় খড়গপুর সদর কেন্দ্রে ভোট।
খড়্গপুরে বিজেপি প্রার্থীদের নিয়ে মিছিল। দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল। মনোনয়ন জমা দেওয়ার জন্য এই মিছিল।
ভোটের প্রচারে আজ নন্দীগ্রামে মমতা। বুধবার মনোনয়ন। থাকবেন প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে। ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর রোড শো।
প্রচারে অভিনব উদ্যোগ নিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী সোনালি মুর্মু। আজ সকালে বাড়ি বাড়ি ঘুরে স্লেটে পদ্মফুল এঁকে বয়স্ক ভোটারদের চেনালেন দলীয় প্রতীক চিহ্ন। নিজেকে পাড়ার মেয়ে বলে দাবি করে চাইলেন ভোট। এমনকি, খেলার মাঠে গিয়েও ভোট দেওয়ার আবেদন জানান বিজেপি প্রার্থী। ২৭ মার্চ প্রথম দফায় কেশিয়াড়ি বিধানসভায় ভোটগ্রহণ। এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। তৃণমূলের প্রার্থী গতবারের বিধায়ক পরেশচন্দ্র মুর্মু। সংযুক্ত মোর্চার প্রার্থী তরফে সিপিএমের টিকিটে লড়ছেন পুলিনবিহারী বাস্কে।
বাজার করার ফাঁকেই প্রচার সারলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। দরদাম করে সবজি, মাছ কিনতে কিনতেই ভোট দেওয়ার আবেদন জানালেন তিনি। ওন্দা বিধানসভায় ১ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট। হাতে সময় কম, তাই এভাবেই চলল প্রচার। ত্রিমুখী লড়াইয়ে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন ।
‘ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার নয়’,
জানাল সুপ্রিম কোর্ট। আগে ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতী ঘোষ। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। উল্লেখ্য,আসন্ন বিধানসভা নির্বাচনে ডেবরা আসনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
ভোটের মুখে কোচবিহারে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের ক্ষোভ। জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে একটিতেও সংখ্যালঘু প্রার্থী না থাকায় ক্ষোভ উগরে দিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। গতকাল ইমাম-মোয়াজ্জেমদের সভায় তাঁকে প্রার্থী করার দাবি ওঠে। যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রার্থী ঘোষণার পরই পুরুলিয়ার জয়পুরে জোট নিয়ে ক্ষোভ। ফরওয়ার্ড ব্লককে আসনটি ছাড়া হলেও স্থানীয় কংগ্রেস কর্মীদের দাবি আসনটি তাদেরকেই ছাড়তে হবে। এই দাবিতে কোটশিলায় অবরোধ করলেন কংগ্রেস কর্মীরা। বিচ্ছিন্ন ঘটনা, ঐকব্যবদ্ধভাবে সংযুক্ত মোর্চা লড়বে বলে জানিয়েছে সিপিএম।
ভোটের আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করার দাবিতে, গলসিতে পড়ল পোস্টার। তৃণমূলের ঘোষিত প্রার্থীকে পছন্দ না হওয়ায়, তাঁকে সমর্থন, দাবি সুনীল মণ্ডলের। যদিও বিজেপির দাবি, প্রার্থী ঘোষণা নিয়ে শেষ কথা বলবে শীর্ষ নেতৃত্ব। ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে বিজেপির গোষ্ঠীকোন্দল, দাবি করেছে তৃণমূল।
দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শাসকদলের দাবি, গতবার এই কেন্দ্রে পরাজিত হলেও এবার তাদের জয় নিশ্চিত। উল্টোদিকে বিজেপির পাল্টা জবাব, এবারও দ্বিতীয় হতে হবে তৃণমূলকে।
আজই মেদিনীপুরে বিজেপি প্রার্থীরা তাঁদের মনোনয়ন পেশ করবেন।
প্রেক্ষাপট
কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা আসনে এবার ক্ল্যাশ অফ টাইটানস্! নিজের ভবানীপুর কেন্দ্র ছেড়ে জমি আন্দোলনের ধাত্রীগৃহে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামেরই প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। যিনি জমি আন্দোলনে নেত্রীর সতীর্থ ছিলেন। কয়েক মাস আগে পর্যন্ত ছিলেন মমতা সরকারের মন্ত্রিসভার সদস্য।মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, মাটি কামড়ে লড়াইয়ের স্বার্থে দুই প্রার্থীর জন্যই নন্দীগ্রামে ঘর ভাড়া নিয়েছে তৃণমূল ও বিজেপি।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ি। এই বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
আজ নন্দীগ্রামে কর্মিসভা রয়েছে তৃণমূলনেত্রীর। বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এই দুই কর্মসূচির কারণে ভাড়াবাড়িতে রাত্রিবাস করতে পারেন মুখ্যমন্ত্রী। সেকথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বটতলা এলাকায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, তার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নন্দীগ্রাম বাজারে শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি ভাড়া নিয়েছে বিজেপি
গেরুয়া শিবিরের অভিযোগ, শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই, বাড়ির মালিককে নানা ভাবে হুমকি দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়ির মালিক অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এবারের ভোটেও প্রতিটি কেন্দ্রে তিনিই প্রার্থী। গতকাল ফের একথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে নেমে আরও একবার চাঁছাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। উনি যাই বলুন না কেন, কোনও লাভ হবে না। পাল্টা খোঁচা দিয়ে জবাব বিজেপির।
এরইমধ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূলের ৫ বিদায়ী বিধায়ককে দলে টানল বিজেপি! সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের জটু লাহিড়ি, সাঁকরাইলের শীতল সর্দারের মতো বর্ষীয়ান রাজনীতিকরা সোমবার যোগ দিয়েছেন বিজেপিতে। সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসও পদ্মশিবিরে যোগ দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -