বারুইপুর:  রাজ্য বিধানসভার তৃতীয় দফার ভোট চলাকালে বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছি কানাপাড়া এলাকায় রাতভর দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ।ভোটারদের আটকে রাখা, মারধর, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া সত্ত্বেও তারা আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। পরে কেন্দ্রীয় বাহিনী তাঁদের আশ্বস্ত করে ভোট দিতে নিয়ে যায় বলে জানা গেছে। কিন্তু সন্ধেবেলা বাড়ি ফেরার পর যে ফের হামলা হবে না, সেই নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে ওই ভোটারদের মনে।


জানা গেছে, হুমকির ভয়ে তাঁদের কেউ কেউ ধানখেতে লুকিয়ে ছিলেন।


 অন্যদিকে, ডায়মন্ড হারবারের বাসুলডাঙায় আতঙ্কিত ভোটাররা। বিজেপি প্রার্থী দীপক হালদারের আশ্বাস সত্ত্বেও বুথে যেতে ভয় পাচ্ছেন বলে তাঁরা জানান। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত বিজেপি প্রার্থীর। ওই ভোটারদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হয়েছে।