হাওড়া: হাওড়ায় উলুবেড়িয়া উত্তরের আমতায় চাটরা নিউ প্রাথমিক বিদ্যালয়ের ৩টি বুথের নিরাপত্তার দায়িত্বে মধ্যপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ায় উল্টে কেন্দ্রীয় বাহিনীকেই বন্দুক-ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে।


এই বুথে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে বিজেপি অভিযোগ করে।


বুথের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত বাহিনীর এক আধিকারিকের অভিযোগ, রাত থেকেই বোমাবাজি হয়। অস্ত্র নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়। হাতে তলোয়ার ও লাঠি নিয়েও ভয় দেখানোর চেষ্টা করা হয়। রাতে দুবার হামলা চালানো হয়। তাঁরা কোনওরকমে তাদের হঠিয়ে দেন তাঁরা। ভোট শুরুর পর থেকে তিনবার হামলা চালানো হয়। তাদের লক্ষ্য ছিল, বুথ দখল।


ওই আধিকারিক বলেছেন, কোনওরকমে সেই আক্রমণ প্রতিরোধ করে তাঁরা। তিনি আরও বলেছেন, সংশ্লিষ্ট থানায় তাঁরা খবর দেওয়া হয়েছে। থানা থেকে পর্যাপ্ত বাহিনী পাঠানোর আশ্বাস দেওয়া হয়।


এই ঘটনায় বিজেপির অভিযোগের আঙুল বিজেপির দিকে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।


রাজ্য বিধানসভার  তৃতীয় দফার ভোট চলাকালে হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।


জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি-আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম।


জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।


জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার ১৮১ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।


বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে।