মোহন দাস, হুগলি: ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 


ছেলেকে বাঁচাতে গিয়ে খুন, দাব পরিবারের। ঘটনাটি ঘটেছে বদনগঞ্জ এলাকায়। মৃতের নাম মাধবী আদক। 


সকালে ঘটনাস্থলে যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। তাঁর অভিযোগ, পশ্চিম মেদিনীপুর থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনেছে তৃণমূল। 


তৃণমূল প্রার্থী মানস মজুমদারের নেতৃত্বে গতকাল রাতে তারাই বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বিজেপি সমর্থকের ছেলেকে। 


বাঁচাতে যাওয়ায় বিজেপি সমর্থকের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। রাতে মৃত্যু হয় ওই মহিলা বিজেপি সমর্থকের। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। 


আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি। 
 
হাওড়ার ৭টি আসন হল - উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর।  


হুগলির ৮টি আসন হল - জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।


দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসন হল - বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।