হাওড়া: জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, ওখানে কোনও ক্যাম্প অফিস ছিল না। এদিকে, মহিলা ভোটারদের অভিযোগ, বাড়ি থেকে বেরোলেই আমাদের মারধর করা হচ্ছিল। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। তাঁর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ করেছেন, দাগ কেটে তাঁদের হুমকি দিয়ে বলা হয়, এই দাগ পেরোলেই মারধর খেতে হবে। অবশেষে পুলিশের আশ্বাসে তাঁরা ভোট দিতে বুথে আসতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন।
রাজ্য বিধানসভার তৃতীয় দফার ভোট চলাকালে হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি-আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম।
উলুবেড়িয়া উত্তরের বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি, বিজেপি প্রার্থী চিরন বেরার। আমতার চন্দ্রপুরে ধর্নায় বসেন তিনি।
বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।
বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে।
ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের ২৩৩ নম্বর বুথের সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আহত তৃণমূল নেতা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, জানাল কমিশন।
এই ২৩৩ নম্বর বুথেই ভোটারদের বাড়ি গিয়ে ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কিত আক্রান্ত তৃণমূল নেতার পরিবারও।
বিস্তারিত আসছে....