পাথরপ্রতিমা: ভোট শুরুর কিছুক্ষণ আগে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় উদ্ধার হল পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায়। তিনি বনগাঁ পুলিশ জেলায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, ভোটের ডিউটিতে এসে গুরুদাসপুর হাইস্কুলের অস্থায়ী ক্যাম্পে ছিলেন ওই পুলিশ কর্মী। আজ সকালে ডিউটিতে যাওয়ার আগে তাঁর খোঁজ শুরু হয়। এরপর স্কুলের দোতলার ঘর থেকে বছর চল্লিশের ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। এই মৃত্যুর সঙ্গে ভোটের কোনও যোগ নেই, জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আজ রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার ৩০ আসনে ভোট গ্রহণ চলছে। মোট প্রার্থী ১৭১ জন।পশ্চিম মেদিনীপুর জেলার ৯টি, পূর্ব মেদিনীপুর জেলার ৯ টি বাঁকুড়ার আটটি  ও দক্ষিণ ২৪ পরগণার ৪ আসনে এদিন ভোট চলছে।


 


পশ্চিম মেদিনীপুরের  খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর; পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর; বাঁকুড়ার তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী এবং  দক্ষিণ ২৪ পরগনা 
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ চলছে।


 


এরইমধ্যে পাথরপ্রতিমায় ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। 


 


উল্লেখ্য,  দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির খবর সামনে এসেছে। ভোটের আগের রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার পুঁইজালি গ্রাম। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল রাতে বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে ভোট না দেওয়ার হুমকি দেন তৃণমূল কর্মীরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে, গোসাবা বিধানসভার আমতলিতে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদ করায় দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।