বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও। বিজেপি করায় অন্তঃসত্ত্বা মহিলাকেও মারধর। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা পূর্ব মেদিনীপুরের ময়নার। ভোট দিয়ে ফেরার সময় হামলার অভিযোগ। বিজেপি করার অভিযোগে হামলা, দাবি আক্রান্তর পরিবারের। দুই পরিবারের জমি-বিবাদে হামলা, দাবি তৃণমূলের। 


পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় ভোটারদের ভয় দেখিয়ে গ্রামে আটকে রাখার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলা ভোটারদের অভিযোগ, ভোটদানে বাধা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ময়নায় পুরনো মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ।গাছের গুঁড়ি ফেলে পুলিশের গাড়ি আটকে দেন গ্রামবাসীরা। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের আড়ংকিয়ারানা ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৪ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুইকে হুমকি দিতে দেখা যায় বিজেপির পোলিং এজেন্টকে। এনিয়ে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ছবি তুলতে বাধা দিয়ে হুমকি দেওয়া হয় এবিপি আনন্দর প্রতিনিধিকে। ময়নার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।


প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও একই চিত্র বাংলার বিভিন্ন প্রান্তে। কখনও বোমাবাজি বা কখনও ভাঙচুর। একই চিত্র পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে। বয়ালের একটি বুথে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই অশান্তি শুরু হয়। এখানকার বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেখানকার ক্ষোভের কথা গ্রামবাসীরা জানান তৃণমূল প্রার্থীকে। কেন্দ্রীয় বাহিনীর তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ তৃণমূলের।যদিও মমতাকে দেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে মুহুর্মুহু।


মহিষাদলের সুখলালপুরে তৃণমূল কর্মী ও ভোটারদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে বুথে ঢুকে আঙুল উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দালাল অপদার্থ বলে হুমকি দেন তৃণমূল প্রার্থী। সেইসময় ওই বুথে যান মহিষাদলের বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে সমর্থন জানিয়ে তিনি পাল্টা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন। চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুর। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।