কলকাতা : মাঝে আর কয়েক ঘণ্টা, তারপরই ফের বুথমুখী বঙ্গবাসী। ১ এপ্রিল রাজ্যের ৩০ বিধানসভা আসনে ভোট। দ্বিতীয় দফা। যেখানে জনতার দরবারে উঠবে ১৭১ জন প্রার্থীর ভাগ্য। কার প্রতি জনতা জনার্দন সদয় হয়েছেন সেটা জানা যাবে ২ মে। তবে তার আগে একঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক দ্বিতীয় দফার ভোটে নজরকাড়া প্রার্থী হচ্ছেন কারা।


দ্বিতীয় দফায় ৪ জেলার ৩০ আসনে ভোট। পশ্চিম মেদিনীপুরে ৯টি, পূর্ব মেদিনীপুরে ৯ টি, বাঁকুড়ায় ৮টি ও দক্ষিণ চব্বিশ পরগণায় ৪ আসনে ভোট। নন্দীগ্রাম ছাড়াও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ডেবরা, খড়্গপুর সদর, ময়না, সবংয়ের মতো আসনে।


শুদু পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতের নজরে আপাতত নন্দীগ্রামে। যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, ত্রিমুখী লড়াইয়ের আর এক মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতার একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে রোজই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির আবহ। সঙ্গে নজর কাড়ছে সংযুক্ত মোর্চার তরুণ লড়াকু মুখ মীনাক্ষীর প্রচার।


নজর খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ের দিকেও। যে আসনে কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক জ্ঞানসিং সোহন পালকে হারিয়ে ষোলোর নির্বাচন জিতে বিধানসভায় পা রেখেছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


নন্দীগ্রামের মতোই অনেকেরই নজর ডেবরা কেন্দ্রের দিকে। যেখানে সম্মুখসমরে রাজ্যের দুই প্রাক্তন আইপিএস। বিজেপির প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই তৃণমূল প্রার্থী হুমায়ন কবীরের।


নজর রয়েছে ময়না ও সবং কেন্দ্রের দিকেও। বিজেপিতে যোগ দিয়ে ময়না থেকে ভোটের ময়দানে নেমেছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এদিকে সবংয়ে তৃণমূলের হয়ে লড়াইয়ের মঞ্চে প্রাক্তন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া।


একঝলকে দ্বিতীয় দফার ভোট-


৪ জেলার ৩০ আসনে ভোট।


মোট প্রার্থী-১৭১ জন।


কোন কোন জেলার কটি বিধানসভায় ভোট-


পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪)।


পশ্চিম মেদিনীপুরের যে ৯ আসনে ভোট-


খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।


পূর্ব মেদিনীপুর যে ৯ আসনে ভোট –


তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।


বাঁকুড়ার যে ৮ আসনে ভোট –


তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।


দক্ষিণ ২৪ পরগনা যে ৪ আসনে ভোট-


গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।