সুনীত হালদার, হাওড়া: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়ার শালিমার এলাকা। বৃহস্পতিবার  তৃণমূল কংগ্রেস এবং জনতা দল ইউনাইটেড কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। তাদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছে শিবপুর থানার পুলিশ।


বৃহস্পতিবার শালিমারের  কয়লা ডিপো এলাকা তৃণমূল কংগ্রেস এবং জেডিইউ কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। জেডইউ কর্মীদের অভিযোগ,  তৃণমূল কংগ্রেস কর্মীরা সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা চালায়। লাঠি, লোহার রড এবং ভোজালি দিয়ে তাদের আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত হয় তাদের পাঁচ কর্মী। আহতদের অভিযোগ, এবারের ভোটে তারা জেডইউ দলের হয়ে কাজ করার জন্যই তাদের ওপর হামলা ।  আহত এক কর্মীর অভিযোগ, জেডিইউর হয়ে কাজ করার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তার জন্য গত ১৩ এপ্রিল শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের চাপ দেয় তৃণমূল কর্মীরা। তারা অভিযোগ তুলতে অস্বীকার করলে তাদের ওপর হামলা চালায় তৃণমূল বলে দাবি।


তৃণমূলের পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের বক্তব্য তাদের কর্মীদের ওপর প্রথমে হামলা চালায় জেডিইউ কর্মীরা। তাদেরও ৩ জন কর্মী আহত হয় ।


শুক্রবার সকালে ঘটনাস্থলে পড়ে রয়েছে লাঠিসোটা, ইট এবং তরোয়াল। দুপক্ষই শিবপুর থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ দু পক্ষের মোট চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয়। এলাকার পরিস্থিতি এখনও থমথমে।


গত শনিবার রাজ্যের চতুর্থ দফার বিধানসভা ভোটে হাওড়ার ৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়।  আসনগুলি হল উত্তর হাওড়া, বালি, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড় ও উলুবেড়িয়া পূর্ব। জেলার ৯ টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার অর্ন্তগত সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র ছিল ।