WB Election 2021: প্রতিপক্ষের উদ্দেশে নেই ব্যক্তি-আক্রমণ, আত্মবিশ্বাসের সুর দেবদূতের

একজন নন, তাঁর প্রতিপক্ষ একজোড়া মন্ত্রী। একদিকে রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দুই হেভিওয়েটের বিরুদ্ধে তিনি নেহাতই নবিশ। প্রথমবার নেমেছেন রাজনৈতিক লড়াইয়ে।

Continues below advertisement

সঞ্চয়ন মিত্র, কলকাতা: তারকা কেন্দ্র টালিগঞ্জে এবার লড়াই জমজমাট। রাজ্য আর কেন্দ্রের দুই মন্ত্রী - অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়কে চ্যালেঞ্জ জানাতে তৈরি বাম প্রার্থী দেবদূত ঘোষ। প্রচারে বেরিয়ে তুলে ধরছেন বেকারদের সমস্যার কথা।

Continues below advertisement

একজন নন, তাঁর প্রতিপক্ষ একজোড়া মন্ত্রী। একদিকে রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দুই হেভিওয়েটের বিরুদ্ধে তিনি নেহাতই নবিশ। প্রথমবার নেমেছেন রাজনৈতিক লড়াইয়ে। কিন্তু, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এটা বোঝে, কার সাধ্যি? অরূপ হোক কি বাবুল, কাউকেই যে এক ইঞ্চিও জমি ছাড়বেন না। দেবদূতের শক্ত চোয়ালেই তা স্পষ্ট। টালিগঞ্জের সিপিএম প্রার্থী (সংযুক্ত মোর্চা) দেবদূত ঘোষ জানান, ‘‘রাজনৈতিক পরিবারে জন্ম, সমস্যার কথা তুলে ধরছি ৷’’

টালিগঞ্জ মানে চোখ বুজলেই ভেসে ওঠে স্টুডিওপাড়া। তারকার মেলা। এটাই সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের কর্মস্থল। টেলিভিশন থেকে বড় পর্দা সবেতেই চুটিয়ে অভিনয় করছেন তিনি। কর্মজীবনে প্রতিনিয়ত পেশাগত চ্যালেঞ্জ সামলান দেবদূত। কিন্তু এবার লড়াই এক্কেবারে অন্যরকম। চেনা পাড়ায়, অচেনা যুদ্ধ। তাতে অবশ্য ভ্রুক্ষেপ নেই বাম পরিবারে বড়ো হওয়া দেবদূতের। দমদম মতিঝিল কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্র চষে বেড়াচ্ছেন টালিগঞ্জ বিধানসভা এলাকার অলি-গলি। কখনও হেঁটে, কখনও রিকশায় চড়ে ঘুরছেন এলাকায় এলাকায়। প্রচারে নেই প্রতিপক্ষের উদ্দেশে কোনও ব্যক্তি-আক্রমণ। নেই কাদা ছোড়াছুড়ি। তার বদলে রয়েছে, বেকারদের সমস্যার কথা। সংযুক্ত মোর্চা জিতলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন, তারও চিন্তাভাবনা। দেবদূত ঘোষ আরও বলেন, ‘‘চলনে-বলনে আত্মবিশ্বাসী হলেও, বামপ্রার্থীর পক্ষে লড়াই যে কঠিন, সেটা আগের বারের ভোটের ফল দেখলেই স্পষ্ট।’’

২০১৬-র বিধানসভা ভোটে টালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন অরূপ বিশ্বাস। উনিশের লোকসভা ভোটের নিরিখেও এখানে এগিয়ে তৃণমূল। ফলে এমন এক শক্ত যুদ্ধক্ষেত্রে ১০ এপ্রিয় দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে কতটা টক্কর দিতে পারবেন দেবদূত, উত্তর জানা যাবে দোসরা মে, ভোটের ফলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola