নয়াদিল্লি : এবার অনুব্রত মন্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। নোটিস দিয়ে আজ রাত ১১ টার মধ্যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিজের বক্তব্য রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর অনুব্রত মন্ডলের 'খেলা হবে' ও 'বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করে দেব' এই দুটি মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়েছিল। যা খতিয়ে দেখে শো-কজ নোটিশ পাঠায় কমিশন।


শো-কজের প্রসঙ্গে জানতে চাইলে অনুব্রত মন্ডল চেনা মেজাজে তাঁর প্রতিক্রিয়ায় জানান, 'খেলা হবে বলে কী ভুল বলেছি। ক্রিকেট ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা। এখনও বলছি খেলা হবে। নরেন্দ্র মোদি, নাড্ডাসাহেব তারাও তো বলছেন খেলা হবে। অসুবিধা কোথায়। খেলা হবে।'


মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচারের ২৪ গণ্টা নিষেধাজ্ঞা জারির পর মঙ্গলবার রাহুল সিনহার ভোটপ্রচারেও ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। শো-কজ নোটিশ পাঠানো হয়েছে দিলীপ ঘোষকেও। শীতলকুচি কাণ্ড নিয়ে তাঁর করা 'জায়গায় জায়গায় শীতলকুচি হবে' মন্তব্যের ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে আগামীকাল সকাল ১০টায় মধ্যে।


সংখ্যালঘু ভোট-ভাগের ইস্যু ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। যে বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে কমিশন ও মুখ্য নির্বাচনী কমিশনারকে ধৃতরাষ্ট্র বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত মন্ডল।


মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বলেছিলেন, 'অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে দেখতে পাচ্ছেন না ধৃতরাষ্ট্র। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা! অনেক ভোট করেছি জীবনে, এমন কমিশন ও কমিশনার দেখিনি।' 


প্রসঙ্গত সোমবারই সরাকরিভাবে দায়িত্বে শেষ দিন ছিল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। আজ থেকেই তাঁর সমস্ত দায়িত্বভার বুঝে নিয়েছেন দেশের নতুন মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র।