রায়না: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মনে করা হয়। সেই রায়নাতেই এবার আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী!
রায়নায় প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী। দেনোগ্রামে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শম্পা ধাড়া। যে ঘটনার পর থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ করেছে রাজ্যের শাসক দল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, দাবি তৃণমূলের। উল্টো দিকে সমস্ত অভিযোগ খারিজ করেছে গেরুয়া শিবির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রচারে বেরিয়ে আক্রান্ত হওয়ার খবর আগেও প্রকাশ্যে এসেছে। প্রচার সেরে ফেরার পথে ক্রিকেটার তথা ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। ইটের আঘাতে পিঠে চোট পান বলে দাবি করেন বিজেপি প্রার্থী। অশোক দিন্দার উপর হামলার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। জানা গিয়েছিল, বিকেলে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ উঠেছিল, তখন ময়না বাজারে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল যুবক। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা! মাথায় তৃণমূলের প্রতীক ছাপানো টুপি! অভিযোগ, এরকম জনা পঞ্চাশেক যুবক বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ফেলে। মুহুর্মূহু ইটবৃষ্টি করা হয়! ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ! তৃণমূলের হামলায় পিঠে চোট পেয়েছেন বলে দাবি করেছিলেন বিজেপি প্রার্থী। এই ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছিলেন বলে অভিযোগ। সেবার হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছিল তৃণমূল। হামলার ঘটনায় থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অশোক দিন্দা। হামলার পরেই বাড়িয়ে দেওয়া হয়েছিল দিন্দার নিরাপত্তা। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন অশোক দিন্দা। রয়েছে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। প্রায় ২০ জন সিআরপিএফ জওয়ান ঘিরে থাকছেন ময়নার বিজেপি প্রার্থীকে।
দ্বিতীয় দফায় ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার ও তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।