আবির দত্ত, উত্তর ২৪ পরগনা: ভোটের শেষ লগ্নে অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। শ্বাসকষ্ট থাকায় দিতে হচ্ছে অক্সিজেন। ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছেন দুজন চিকিৎসক। কেন হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী তা দেখছেন চিকিৎসকরা। কামারহাটি পার্টি অফিসে আপাতত তাঁর চিকিৎসা চলছে।


আজ, পঞ্চম দফার নির্বাচন। এদিন সকাল থেকেই কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। ভোটের দিনও লড়াইয়ের ময়দানেই উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী। ভোট গ্রহণ শুরুর পর এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিতে যান তিনি। ভোটগ্রহণের শেষ পর্বে এসে অসুস্থ হয়ে পড়লেন মদন মিত্র।


এদিকে পঞ্চম দফার নির্বাচন শেষের আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র বলে দেন, খেলা শেষ! কামারহাটিতে গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রত্যয়ী মদন বললেন তৃণমূল কংগ্রেস  জিতছে। এদিন মদনের মুখে প্রায় জয়ের হাসি । 

গঙ্গার ধারে দাঁড়িয়ে খোশমেজাজে মদন মিত্র বললেন এবার হোলি খেলা হয়নি । মনের মধ্যে খচখচানি ছিল, এখন মন একেবারে খুশ। মদন বলেছেন এখন সাঙ্গ হল খেলা, একেবারে খেলা শেষ, এখন মনের আনন্দে হোলি খেলব । শ্রী রামকৃষ্ণ দেব কে স্মরণ করে মদনের উক্তি, এবার বাংলার জয়ের জন্য হোলি খেলব। গেয়ে ফেললেন নচিকেতার গানের এক কলি ... তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি ।


কথায় কথায় মোদিকে দিলেন খোঁচা।  মদন বললেন মোদি জানেন না '' বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয় ''। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে একহাত নিয়ে বললেন, '' ওরা টাকা রোজগারের জন্য বাংলায় এসেছে । এখান থেকে টাকা নিচ্ছে ওখান থেকে টাকা নিচ্ছে। বললেন আমায় বলছে বেরিয়ে যেতে । বেরিয়ে যাব ? আমি বাঙালি ছেলে । '' বুক বাজিয়ে মদন বললেন ...'' মরলে বাপের ব্যাটার মতন মরব। ''