কলকাতা: ‘এক ঘণ্টার উপর র‍্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। ঠাট্টা করছ?’ প্রচারে গিয়ে মেজাজ হারালেন তারকা সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিওই। দোলের দিন ফের শিরোনামে নুসরত জাহান।


এক ঘণ্টার উপর র‍্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে এমনই মন্তব্য করে বসলেন নুসরত জাহান। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। অপপ্রচার করা হচ্ছে বলে দাবি তৃণমূল সাংসদের। সাংসদের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী।


অনুগামীদের বাড়তি আবদারে চটে লাল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার অশোকনগরে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার অশোকনগরের দলীয় প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে যান তৃণমূল সাংসদ নুসরত জাহান। ঘণ্টাখানেক ঠা ঠা রোদে হুড খোলা গাড়িতে প্রচার করার পরেও দলীয় কর্মী অনুরোধ করেছিলেন আরও আধ কিলোমিটার পথ সঙ্গে থাকার। প্রথমে হাত নাড়িয়ে অসম্মতির কথা জানালেও, অনুরোধ থামেনি দলীয় কর্মীর।


তারপরেই নুসরত সাফ জানিয়ে দেন, তিনি পারবেন না। শুধু তাই নয়, মুখের কথা শেষ হওয়ার আগে গাড়ি থেকেও নেমে যান তিনি। তৃণমূল সাংসদের এই বিরক্তি প্রকাশে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। যদিও অশোকনগরের সভার নুসরতের একটি অডিও বার্তা শোনানো হয়। যেখানে তিনি জানান, চোট পাওয়ার জন্যই মাঝ রাস্তায় নেমে গিয়েছেন তিনি। 


পরিস্থিতি সামাল দিতে, সাংসদের পাশেই দাঁড়িয়েছেন অশোকনগরের তৃণমূল প্রার্থী। তিনি বলেছেন, 'ওনার নামে অপপ্রচার করা হচ্ছে। রোড শো চলাকালীন পায়ে চোট পান নুসরত জাহান। চিকিৎসকের কাছে গিয়েছিলেন তাই থাকতে পারেননি জনসভায়।'


ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে দেরি করেনি গেরুয়া শিবির। সবমিলিয়ে সাংসদের মেজাজ হারানোর ভাইরাল ভিডিও নিয়ে নতুন অস্বস্তিতে জোড়াফুল শিবির। 


সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধু যশের বিজেপিতে যোগদান নিয়েও প্রশ্নের মুখে পড়েছিলেন নুসরত। কিন্তু তিনি বলেন, ‘আমি কেবল তৃণমূলকে নিয়েই কথা বলতে পারি কারণ আমি সেই দলের সাংসদ। যাঁরা অন্যান্য দলে যাচ্ছেন তাঁরা যাক। তবে আমরা কেবল নিজেদের কর্তব্য নিষ্ঠা ভরে পালন করব। যাঁরা দিদিকে ভালোবাসেন তাঁরা চিরকাল দিদির জন্যই ভোটে দাঁড়াবেন।’