দক্ষিণ ২৪ পরগনা:  দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিজেপি প্রার্থী  বিধান পাড়ুইয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের।


এদিন ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। 


কুলতলি বিধানসভার দক্ষিন দুর্গাপুর গ্রামে ১৯৮ নম্বর বুথের বিজেপি এজেন্টকে বসতে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী মিন্টু হালদার। পরে বারুইপুর এসডিপিও-র নেতৃত্বে সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী। কুলতলি থানার আইসি নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও বুথে বসতে রাজি হননি বিজেপি প্রার্থীর এজেন্ট। 


বিষ্ণুপুরের রামখেলচক এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ফুলবেড়িয়া গ্রামের ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়ার অভিযোগ। খবর পেয়ে গ্রামে ঢোকে কেন্দ্রীয় বাহিনী। 


জয়নগর বিধানসভার ঠাকুরচক এলাকার বুথ থেকে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক নিজে এসে বসালেন এজেন্টকে। সিপিএম প্রার্থীর অভিযোগ বুথে তৃণমূল ছাড়া আর কোনও দলেরই এজেন্ট নেই। 


ওই বুথের ১০০ মিটারের মধ্যে পুলিশের সামনেই দফায় দফায় বেআইনি জমায়েত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের পতাকা লাগিয়ে রাখার অভিযোগ সিপিএম প্রার্থীর। 


ডায়মন্ড হারবারের শিমবেড়িয়ায় বিজেপি সমর্থকদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ওই বুথে যান বিজেপি প্রার্থী দীপক হালদার। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই বুথে যায় কেন্দ্রীয় বাহিনী।


ডায়মন্ড হারবারের বাসুলডাঙায় আতঙ্কিত ভোটাররা। বিজেপি প্রার্থী দীপক হালদারের আশ্বাস সত্ত্বেও বুথে যেতে ভয় পাচ্ছেন বলে তাঁরা জানান। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত বিজেপি প্রার্থীর। 


দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার নোদাখালির ২০৫ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 


বারুইপুর পূর্বের বেলেগাছি কানাপাড়া এলাকায় আক্রান্ত বিজেপি নেতা। মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 


বারুইপুর পূর্বের চক্রবর্তী আবাদ এলাকায় বুথের ২০০ মিটারের বাইরে তৃণমূলের বুথ ক্যাম্পে তৃণমূল প্রার্থীর নাম লেখা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ওই এলাকাতেই ছোলা-মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।