রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা:  বারুইপুর পূর্বের চক্রবর্তী আবাদ এলাকায় ৯০ নম্বর বুথে খোলা জানলার পাশে ইভিএম। ছবি তুলতেই বন্ধ করে দেওয়া হয় জানলা। অন্ধকার ছিল তাই জানলা খোলা ছিল, সাফাই প্রিসাইডিং অফিসারের। 


এই চক্রবর্তী আবাদ এলাকাতেই ৮৯ ও ৯০ নম্বর বুথে বিজেপির এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কিত এজেন্টদের নিয়ে এসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলে বুথে বসান বারুইপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল। 


এদিকে, বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছি কানাপাড়া এলাকায় রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব। ভোটারদের আটকে রাখা, মারধর, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া সত্ত্বেও তারা আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছি কানাপাড়া এলাকায় রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব।ভোটারদের আটকে রাখা, মারধর, ভোট দিতে গেলে খেলা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া সত্ত্বেও তারা আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আবার, ক্যানিংয়ের ঘুমরিতে ভোটারদের ভয় দেখাতে আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার নোদাখালির ২০৫ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 


আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন জেলার একত্রিশ আসনে ভোটগ্রহণ হবে। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি। 
 
হাওড়ার ৭টি আসন হল - উলুবেড়িয়া উত্তর, উলুবেড়য়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগত্‍বল্লভপুর।  


হুগলির ৮টি আসন হল - জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।


দক্ষিণ ২৪ পরগনাটি ১৬টি আসন হল - বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, পলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।