কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)  মামলার গতিপ্রকৃতির উপরই জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (WB Election Commission)। এবার বিজেপি-র (BJP) দেওয়া সব বুথের তালিকা পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখার নির্দেশ দিল তারা। শুধু তাই নয়, পুনর্নির্বাচনের জন্য প্রয়োজনীয় রিপোর্টও চেয়ে পাঠানো হল জেলা প্রশাসনের কাছ থেকে। ভোটগ্রহণের পর নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, জানতে চাওয়া হয়েছে তা-ও।


পঞ্চায়েত নির্বাচন ঘিরে ব্যাপক হিংসা, অশান্তি, খুনোখুনি নিয়ে কাটাছেঁড়া চলছেই। নতুন করে আরও বেশ কিছু বুথে পুনরায় নির্বাচনের দাবি উঠছে। সেই আবহেই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের। পুনর্নির্বাচনের জন্য বিজেপি যে যে বুথের তালিকা ধরিয়েছে,  সেগুলি খতিয়ে দেখতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল তারা। পাঠাতে বলা হল সেই সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্টও।


আরও পড়ুন: Abhishek Baneerjee: আদালতের সমালোচনা করায় অভিষেকের সাংসদপদ খারিজের দাবি, স্পিকারকে চিঠি দিলেন সৌমিত্র


পঞ্চায়েত নির্বাচনের পর দিন বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। ই-মেল মারফত সেই তালিকাও রাজ্য নির্বাচন কমিশনকে পাঠায় তারা। তার পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে লাগাতার অভিযোগ তুলে আসছে গেরুয়া শিবির। সেই আবহেই কমিশনের তরফে জেলা প্রশাসনকে দেওয়া নির্দেশ সামনে এল। কমিশন সূত্রে খবর, দিনের দিনউ জেলা প্রশাসনের কাছে ওই তালিকা স্ক্রুটিনির জন্য পাঠানো হয়। বুথগুলিতে ভোট পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, এবার সেই সংক্রান্ত রিপোর্ট তলব করা হল। এ ছাড়াও কতগুলি বুথে পুনর্নির্বাচন হয়েছে এবং বিভিন্ন অভিযোগ সম্পর্কে কী জানা গিয়েছে, তারও রিপোর্ট চাইল কমিশন।


এই আবহেই রবিবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনায় বসছে বঙ্গ বিজেপি। সল্টলেকের বিজেপি অফিসে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও। ভোট-সন্ত্রাস, রাজ্য প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।  ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের কোন জেলায় কর্মীদের কী অবস্থা, তা নিয়ে বিস্তারিত তালিকা তৈরি করা হবে। বাংলায় ভোটের ফলের নিরিখে কোন জেলায় সাংগঠনিক অবস্থাও খতিয়ে দেখা হবে বিজেপি-র আগামীকালের এই বৈঠকে। 


গতকালই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী ফলাফল নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয় সেখানে। নির্বাচনী হিংসার প্রসঙ্গও ওঠে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে তাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা জরুরি বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। অগাস্ট মাসে বঙ্গ সফরেও আসছেন শাহ।