শিলিগুড়ি: চতুর্থ দফার ভোটে উত্তপ্ত উত্তরবঙ্গ। গুলিতে মৃত্যু পাঁচজনের। শীতলকুচির জোড় পাটকিতে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু। আরও কয়েকজন জখম বলে খবর। এই ঘটনা ঘিরে চতুর্থ দফার ভোট চলাকালেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শীতলকুচির ঘটনার তদন্তের নির্দেশ দেবেন। কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হবে। সিআইডি তদন্ত করবে বলে জানিয়েছেন মমতা।
শীতলকুচির ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলা দখলে হিংসার রাজনীতি করছে বিজেপি। দিল্লির নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অমিত শাহর নির্দেশেই গুলি চালিয়েছে বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আজকের ঘটনায় ষড়যন্ত্রকারী অমিত শাহ।চক্রান্তের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে এই ঘটনায় যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে বলা হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বাহিনী। মমতা এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এই দাবি একেবারেই মিথ্যে। তিনি বলেছেন, বাহিনীর ওপর হামলার প্রমাণ কোথায়।
ভোটের কাজে অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগ করা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী।
মমতা বলেছেন, তিনি কাল সকাল ১০ টায় মাথাভাঙা হাসপাতালে যাবেন। সেখান থেকে আলিপুরদুয়ার যাবেন তিনি।
এর আগেও শীতলকুচির জোড় পাটকিতে গুলি চালনার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই আঙুল তোলেন তৃণমূল নেত্রী।রাখঢাক না করে শাহকেই এই ঘটনার চক্রান্তকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা ভোটের হিংসার উদাহরণ দিতে গিয়ে তুলে আনলেন পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ। এদিন ভোটের প্রচার সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ''আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। আমার ৫টা ভাইকে মেরে দিয়ে বলছে, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার।অমিত শাহ তোমার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তুমি এই ঘটনার চক্রান্তকারী।''