নয়াদিল্লি: রাজধানীতে কি লকডাউন জারি হবে ? এমন সম্ভাবনা শনিবার নাকচ করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে কোভিড বিধি নিয়ে ফের নতুন করে নির্দেশিকা খুব দ্রুতই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
দিল্লির মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘‘ আমাদের কাছে যদি অনেক বেশি সংখ্যায় কোভিড ভ্যাকসিনের ডোজ থাকে ৷ এবং বয়সসীমা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে দিল্লিতে দু-তিন মাসের মধ্যেই সব মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে ৷ ভ্যাকসিনের বিষয়ে এই বয়সসীমা তুলে দেওয়া উচিৎ ৷ আপাতত কোনও লকডাউন হচ্ছে না ৷ যদিও করোনা নিয়ে নতুন বিধি-নিষেধের নির্দেশিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে ৷’’
ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সারা দেশেই ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড ১৯ । তাই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন আগেই বড় সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার । শুরু হয়েছিল নাইট কার্ফু। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলছে এই নাইট কার্ফু। এই সময়ের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি থাকছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দিল্লিতে নাইট কার্ফু জারি থাকবে।
করোনা সংক্রমণ আবার নতুন করে বাড়ার পরে এটাই দিল্লি সরকারের সবচেয়ে কড়া সিদ্ধান্ত। গত শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজধানীতে এটা করোনার চতুর্থ ঢেউ চলছে। তবে এখনও সম্পূর্ণ লকডাউন ঘোষণা করার মতো পরিস্থিতি আসেনি। কেজরিওয়ালের কথায়, পরিস্থিতি এখন যা, তাতে এখনই আমরা লকডাউন ঘোষণা করছি না। আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। মানুষের কথা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেওয়া হবে।