দিনহাটা: এবারের লোকসভা নির্বাচনের পর তৃণমূলকে লাটে তুলব। সোমবার কোচবিহারের দিনহাটায় সভা করতে গিয়ে এই হুঁশিয়ারিই দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি উদয়ন গুহর গড়ে দাঁড়িয়ে তাঁকেও সোজাসুজি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।


সোমবার দুপুরে কোচবিহারের দিনহাটায় স্থানীয় বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করতে গিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।


এপ্রসঙ্গে তিনি বলেন, "এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে এমন ভাবে হারাব যে ওরা আর পার্টি অফিস খোলার লোক পাবে না। পশ্চিমবঙ্গের সবথেকে বড় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৫টি আসনে প্রার্থী দিয়ে পাঁচটি আসনেও জিততে পারবে কিনা সন্দেহ নেই। তিনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আসলে আমার কাছে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত মিথ্যে কথা বলছেন। সিএএ নিয়ে উনি মিথ্যে প্রচার করছেন। একমাস হল সিএএ চালু হয়েছে কিন্তু, কারও নাগরিকত্ব যায়নি। কিন্তু, উনি সব জায়গায় ঘুরে ঘুরে এই বিষয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এই লোকসভা ভোটের পর মানুষ ওনার মুখ বন্ধ করে দেবে। আজকে তো দলের অর্ধেক লোকই জেলের মধ্যে চলে গেছে। বাকিরাও যাবে। মোদিজি বলেছেন সব চোরদের জেলে যেতে হবেই।"


সভার প্রথমেই নাম না করে উদয়ন গুহকে আক্রমণ করেন তিনি। বলেন, "এখানে একটা লম্পট আছে যে ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমিও চ্যালেঞ্জ করছি কোথায় যেতে হবে বলুন। সেখানেই যাব। দেখি আপনার কথা বড় ক্ষমতা।"


আরও পড়ুন: "চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়," কোচবিহারের সভা থেকে বিজেপিকে তোপ মমতার


দেশের মধ্যে ৪০০টি আসনে বিজেপিকে জিতিয়ে ফের ক্ষমতায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান শুভেন্দু অধিকারী। বলেন, 'গতকাল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন নরেন্দ্র মোদিজি। সেখানে ২০২৯ সাল পর্যন্ত ভারতের সাধারণ মানুষকে কী কী সুবিধা দেওয়া হবে তার উল্লেখ করেছেন। এদিকে আমার কাছে হেরে যাওয়া মুখ্যমন্ত্রী তাঁর নামে ও বিজেপির নামে ক্রমাগত মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছে। কালকের মোদিজি বলেছেন, তিনি চারটি জাতির জন্য কাজ করছেন। এদিকে দুর্নীতিবাজদের পাশে থেকে সন্দেশখালির মতো ঘটনার ঘটাচ্ছেন দিদিমণি ও তাঁর ভাইপো। আজকে আপনাদের তাই প্রতিজ্ঞা করতে হবে তৃণমূলকে বাংলা থেকে লাটে তুলতে হবে। সন্দেশখালির বদলা আপনারা নেবেন। কারণ, বদলা আপনারাই নেন।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।