রুমা পাল, কলকাতা: ভাঙড়ের হিংসা নিয়ে গতকাল অসংখ্য ফোন আসে রাজভবনের পিস রুমেও। অধিকাংশ ফোনই করেছিলেন সাধারণ মানুষ, দাবি রাজভবনের তরফে। যে অভিযোগ জানানো হয়েছিল তা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। 


কী ঘটেছে ভাঙড়ে? 


ভাঙড়ে গণনা পর্বের শেষ বেলায় একদিনে ঝরে গিয়েছে তিনটি প্রাণ।আইএসএফের দাবি, জেলা পরিষদের ৮৩ নম্বর আসনে তাদের প্রার্থী জাহানারা খাতুন জিতে যাওয়ায় পুনর্গণনার দাবি তোলে তৃণমূল। অভিযোগ, জয়ের শংসাপত্র দিতে টালবাহানা শুরু করেন বিডিও। এরপর জোর করে তৃণমূল প্রার্থী খাদিজা বিবিকে জিতিয়ে দেওয়া হয়। এই নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে গন্ডগোল চরমে ওঠে। সেইসময় গণনা কেন্দ্রেই ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। শুরু হয় বোমাবাজি। গুলিও চলে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লা। 


ভাঙড়ের হিংসা নিয়ে ফোন রাজভবনে: পঞ্চায়েত নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড যেন ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে ভোটের শেষ লগ্নেও অব্যাহত রইল সন্ত্রাস। ভাঙড়ে গুলিতে জখম ২ আইএসএফ কর্মীর মৃত্যু হল। বেঘোরে প্রাণ গেল এক স্থানীয় বাসিন্দার। এই ভাঙড়েই একাধিকবার ছুটে গিয়েছেন রাজ্যপাল। কথা বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এমনকী গতকাল দিল্লি থেকে ফিরেও ভাঙড়ে যান তিনি। সাধারণের অভিযোগ জানানোর জন্য এই নির্বাচন পর্বেই রাজভবনে পিস রুম খুলেছিলেন সি ভি আনন্দ বোস। ভাঙড়ের হিংসা নিয়ে গতকাল এই পিস রুমেই একাধিকবার ফোন এসেছিল বলে রাজভবন সূত্রে খবর। রাজভবনের তরফে দাবি, অধিকাংশ ফোনই করেছিলেন সাধারণ মানুষ। এই অভিযোগ সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি রাজভবনের। এদিকে সব অভিযোগ মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।


অশান্তি অব্যাহত: মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নপর্ব থেকে ভোটের এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪৪ জন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


 


আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?