নয়া দিল্লি: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, তাপসের পর এবার ফের পদ্মে অর্জুন সিংহ। দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন। তাঁরই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারীর ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গত লোকসভা ভোটের (Parliament Election 2024) আগে টিকিট পেয়েছিলেন অর্জুন সিংহ (Arjun Singh Joined BJP)। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদও হয়েছিলেন। কিন্তু ২০২১ এর বিধানসভা ভোটে বিপুল ভোটে তৃণমূলের জয়ের পরে ফের তৃণমূলে ফেরেন তিনি। সেই সুর কাটে সম্প্রতি তৃণমূলের জনগর্জন ব্রিগেডের পরেই। মঞ্চ থেকে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু সেখানে নাম ছিল না অর্জুন সিংহের। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করে পার্থ ভৌমিককে। তারপরেই ক্ষোভের সুর দেখা গিয়েছে অর্জুন সিংহের গলায়। বারবার তিনি যে কথা বলেছিলেন, তাতে রাজনৈতিক মহলে ধারণা হয়েছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। ইতিমধ্যে নিজের অফিসে মমতা-অভিষেকের ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদির ছবি রাখেন অর্জুন। গতকাল নিজেই স্পষ্ট করেছিলেন ফের বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সেই মতো শুক্রবার দিল্লিতে গিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন।
শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari Joined BJP) তমলুকের তৃণমূল সাংসদ। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়েছে। বিজেপিতে যোগ না দিলেও তৃণমূলেও যে তিনি নেই, সেরকমটাই ভাবা হচ্ছিল। অবশেষে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'দিব্যেন্দু অধিকারী কোনও টিকিটের জন্য নয়, বিজেপিতে কাজ করবেন বলেই, কর্মী হিসেবে যোগ দেবেন।'
অর্জুন ও দিব্যেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, 'বিজেপি নেতারাই যোগ দিলেন বিজেপিতে, এটা আর নতুন কী?' দিব্যেন্দুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কুণালের খোঁচা, 'বিজেপিতে যোগ দিলেন দিব্যেন্দুও, পরিবারতন্ত্র নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী?' মোদির গ্যারান্টির কোনও গ্যারান্টি নেই, কটাক্ষ কুণালের। অর্জুনের প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলব পার্থ ভৌমিককে ভোট দিন। তৃণমূলের বাতিল কাউকে ভোট দেবেন না। তৃণমূল টিকিট দেয়নি বলে বিজেপিতে গিয়েছে। আপনাদের আত্মসম্মান থাকলে তৃণমূলে ভোট দিন।'
আরও পড়ুন: গঙ্গার তলা দিয়ে মেট্রোয় সওয়ার হাওড়া সদরের বিজেপি প্রার্থী, চকোলেট দিয়ে ভোটপ্রচার