বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সিরাজ খানের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন হলদিয়ার শ্রমিক নেতা সুরেশ করণ। দলবদল করেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন তিনি। সুরেশ করণের চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না বলে দাবি করেছে বিজেপি।

কখনও তিনি সিপিএমে,  কখনও তৃণমূলে। কখনও আবার বিজেপিতে। গত দশ বছরে ৩ বার জার্সি বদল করেছেন হলদিয়ার শ্রমিক নেতা সুরেশ করণ! সিরাজ খানের পর এবার বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সুরেশ!

যিনি আবার জেলা রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।কিন্তু, দল বদল করেই নিশানা করেছেন সেই শুভেন্দু অধিকারীকে।

১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার ঠিক আগে, ৩ ডিসেম্বর, কলকাতায় দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সুরেশ। মাস দেড়েকের মধ্যে ফের দলবদল করলেন তিনি। এবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। জেলা রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী বলেই পরিচিত সৌমেন মহাপাত্রর হাত ধরে মঙ্গলবার তৃণমূলে ফিরলেন সুরেশ।

শিবির বদল নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি করতে হলে দম থাকা দরকার। ভেবেছিলেন নিজের ইচ্ছে মত কাজ করতে পারবেন। কিন্তু বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। তাঁর দল ত্যাগে বিজেপির কোনও ক্ষতি হবে না।

সিপিএমের দুর্গাচক জোনাল কমিটির সম্পাদক ছিলেন লক্ষ্মণ শেঠ ঘনিষ্ঠ সুরেশ করণ। রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে, শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে আসেন সুরেশ।তাঁকে হলদিয়ার বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনের দায়িত্ব দেন শুভেন্দু অধিকারী। এবার সেই সুরেশই বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী।  বিধানসভা ভোটের আগে শুভেন্দুর দলবদল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মেদিনীপুরের জনসভায় শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছিলেন।