ব্রিসবেন: বিরাট কোহলি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়া অজিঙ্কা রাহানের মাথায় গর্বের মুকুট উঠল। তাঁর নেতৃত্বে ক্যাঙ্গারু-বাহিনীর বোলিংয়ের চ্যালেঞ্জ গুঁড়িয়ে বর্ডার-গাওস্কর সিরিজ ২-১ ফলে জিতে নিল ভারত। ব্রিসবেনে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। আর তাঁদের বিজয়রথের সারথী রাহানে চরম সাফল্যের মুহূর্তেও বিজিতকে সম্মান দেখিয়ে ক্রিকেটার ও মানুষ হিসাবে বিরাট নজির গড়লেন। কী এমন করেছেন তিনি যা সবার প্রশংসা পাচ্ছে?
ঘটনা হল, অস্ট্রেলিয়া তথা ক্রিকেট দুনিয়ার দাপুটে স্পিনার নাথান লিয়নের গাব্বায় নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শততম ম্যাচটি খেলেছেন। ব্যাগি গ্রিন বাহিনীর হয়ে একাধিক দুরন্ত পারফরম্যান্স আছে তাঁর। যদিও শততম ম্য়াচের অভিজ্ঞতা সুখকর হল না তাঁর কাছে। কিন্তু নিঃসন্দেহে তিনি রাহানের দেওয়া সম্মান গ্রহণের স্মৃতি ভুলতে পারবেন না। তাঁর শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শেষে ট্রফি আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে নেওয়ার আগে গোটা ভারতীয় দলের তরফে লিয়নকে সই করা জার্সি উপহার দিলেন রাহানে।
বিপক্ষের ক্রিকেটারের প্রতি তাঁর এমন সম্মান প্রদর্শনের প্রশংসা হচ্ছে সোস্যাল মিডিয়ায়। রাহানের ফ্যান, অনুগামীরা তাঁর মন জুড়োনো খেলোয়াড়ি মানসিকতার জন্য বাহবা দিচ্ছেন তাঁকে। প্রাক্তন ভারতীয় ওপেনার তথা জাত টেস্ট ব্যাটসম্যান বলে ক্রিকেট দুনিয়ায় পরিচিত ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ার স্পিনারের প্রতি রাহানের এমন বিনম্র আচরণের প্রশংসা করে ট্যুইট করেছেন, অজিঙ্কা রাহানে ও ভারতীয় টিম নাথান লিয়নকে তাঁর শততম টেস্ট ম্যাচে চমত্কার কায়দায় সংবর্ধনা দিল। রাহানের খেলোয়াড়ি মনোভাবের পরিচয় দেখা গেল আরও একবার। এমন অবিশ্বাস্য জয়ের পরও ও কতটা মর্যাদাপূর্ণ আচরণ করল। রেকর্ড টার্গেট তাড়া করে ভারতীয় ক্রিকেট দল গাব্বায় চতুর্থ ও চূড়ান্ত টেস্ট তিন উইকেটে জিতে ইতিহাস গড়ল মঙ্গলবার। জয়ের প্রধান কারিগর উইকেটরক্ষক ঋষভ পন্থ, যিনি ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে টিমকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে গিয়েছেন। ম্যাচ শেষে রাহানে বলেন, অ্যাডিলেড নিয়ে কোনও আলোচনাই করিনি আমরা। ফলের কথা না ভেবে শুধু সঠিক মানসিকতা, দৃঢ়তা দেখিয়ে বাকি ম্যাচগুলি খেলতে চেয়েছি। বাস্তবে সেটাই করেছেন তাঁরা। আগের টেস্ট চোট-আঘাতে জর্জরিত কয়েকজন সেরা ক্রিকেটারকে বাইরে রেখেই গাব্বায় খেলতে নেমেছিল রাহানের দল। হার না মানা, ইস্পাত কঠিন মানসিক দৃঢ়তার জোরে সিরিজ ছিনিয়ে নিল তারা।
Ind Vs Aus, Brisbane Test: সই করা জার্সি তুলে দিয়ে লিয়নকে শততম টেস্টে সম্মান, ক্রিকেট দুনিয়ার মন জয় রাহানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2021 06:59 PM (IST)
বিরাট কোহলি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়া অজিঙ্কা রাহানের মাথায় গর্বের মুকুট উঠল। তাঁর নেতৃত্বে ক্যাঙ্গারু-বাহিনীর বোলিংয়ের চ্যালেঞ্জ গুঁড়িয়ে বর্ডার-গাওস্কর সিরিজ ২-১ ফলে জিতে নিল ভারত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -