সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ভোটের আগে উত্তর দিনাজপুরের ডালখোলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 


আজ, সোমবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে সত্যজিৎ সিংহ নামে ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, দলীয় কর্মীর মৃত্যুর পিছনে হাত রয়েছে তৃণমূলের। অভিযোগ উড়িয়ে শাসকদলের দাবি, দেহ নিয়ে রাজনীতি করে বিজেপি। 


গত রবিবার, উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় রহস্যজনকভাবে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। বাড়ির অদূরে গাছ থেকে উদ্ধার হয় অখিল বিশ্বাসের ঝুলন্ত দেহ। মাঝে ঠিক একসপ্তাহ। সোমবার আরেক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। এবারও একই কায়দায়, বাড়ির পাশে গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। মৃতের নাম সত্যজিৎ সিংহ। 


পেশায় ব্যবসায়ী। বাড়ি, ডালখোলার বাজারগাঁও ১ গ্রামপঞ্চায়েতের বেগুয়া এলাকার সিতাইদীঘি গ্রামে।পরিবার সূত্রে খবর, রবিবার দোকানে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সত্যজিত্‍। রাতে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে, একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। মাথায় ও শরীরে ছিল আঘাতের চিহ্ন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই, বিজেপি কর্মী সত্যজিত্‍ সিংহকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। চাকুলিয়ার বিজেপি প্রার্থী সচিন প্রসাদ জানান, ‘‘তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মী সত্যজিৎ সিংহকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব ৷’’


অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, ‘‘কোনও বিজেপি কর্মী আত্মহত্যা করলেই বিজেপি তৃনমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে।’’


প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। সম্প্রতি উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় অখিল বিশ্বাস নামে এক বক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলে বিজেপি। যদিও, মৃতের পরিবার দাবি করে, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।  


এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাজারগাঁও ১ গ্রামপঞ্চায়েতের বেগুয়া এলাকার  সিতাইদীঘি গ্রামে। সোমবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাগানের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সত্যজিৎ সিংহ নামে ওই বিজেপি কর্মীর। মৃতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।   স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মী সত্যজিৎ সিংহকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তৃনমূল কংগ্রেস জানিয়েছে, মৃত্যু নিয়ে রাজনীতি করা বিজেপির ধর্ম। কোনও বিজেপি কর্মী আত্মহত্যা করলেই বিজেপি তৃনমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এটা নিছকই মদ্যপান করে আত্মহত্যার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  রবিবার দুপুরে বাড়ি থেকে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন ডালখোলা থানার বেগুয়া এলাকার সিতাইদীঘি গ্রামের বাসিন্দা এলাকার সক্রিয় বিজেপি কর্মী সত্যজিৎ সিংহ। এরপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। সোমবার সকালে বাড়ি থেকে দুশো মিটার দূরে একটি বাগানের গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মনিহারী দোকানের ব্যাবসায়ী  বিজেপি কর্মী সত্যজিৎ সিংহের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্ধুবান্ধবের সাথে প্রচুর মদ্যপান করেছিল সত্যজিৎ।  তাঁর শরীরে ও মাথায় আঘাত ছিল। বিজেপির অভিযোগ, তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপি কর্মী সত্যজিৎ সিংহকে মদ্যপান করিয়ে  খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছে বিজেপি। যদিও তৃনমূল কংগ্রেস জানিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ।