মুম্বই: পদত্যাগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। আজ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে ইস্তফাপত্র পেশ করেন তিনি। এদিনই, দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইকে প্রাথমিক তদন্ত শুরুর নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। ওই অভিযোগ এনেছিলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিংহ। এরপরই, পদত্যাগের সিদ্ধান্ত দেশমুখের।


প্রসঙ্গত, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে গেলেন মুম্বইয়ের অপসারিত পুলিশ কমিশনার। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ক্ষমতার অপব্যবহার করছেন। 


২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে মুকেশ অম্বানীর বাড়ি অ্যান্টিলিয়ার সামনে একটি গাড়ি থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে, মুম্বই পুলিশ কমিশনারের পদ থেকে পরমবীর সিংহকে সরিয়ে দেয়, শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার।


এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরমবীর। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা চিঠিতে পরমবীর অভিযোগ করেন, এনআইএ-র হাতে ধৃত এনকাউন্টার স্পেশালিস্ট সচিন ওয়াজের মাধ্যমে মাসে ১০০ কোটি টাকা তুলতে চেয়েছিলেন অনিল দেশমুখ। 


এবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগে, অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর পাশে দাঁড়ান এনসিপি প্রধান শরদ পওয়ারও।