বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে, নন্দীগ্রামে কোথাও ভোটারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 


কোথাও আবার অন্যের হয়ে ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ভুয়ো ভোটার। অন্যদিকে, বৈধ ভোটার হয়েও, অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে বুথ থেকে ফিরতে হয়েছে নন্দীগ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র পট্টনায়েক এবং তাঁর স্ত্রীকে।


বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের মৃত্যু-সংবাদ পেয়েছেন তাঁরা! এদিন সকাল সকালই ভোট দিতে তাঁরা পৌঁছে যান ব্রজমোহন উচ্চ বালিকা বিদ্যালয়েরর বুথে। 


কিন্তু, ভোট দেওয়ার ঠিক আগে তালিকা মেলাতে গিয়ে চোখ কপালে! সকাল থেকে যাঁরা ভোট দেবেন বলে লাইনে দাঁড়িয়ে, তাঁদের নামের পাশে লেখা মৃত!


অগত্যা ভোট না দিয়েই ফিরতে হয় নন্দীগ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র পট্টনায়ক ও তাঁর স্ত্রীকে।


ভুতূড়ে ভোটারের অভিযোগ এরাজ্যে নতুন নয়। কিন্তু, ভোট দিতে গিয়ে নামের পাশে মৃত দেখার বিস্ময় কিছুতেই কাটছে না এই দম্পতির।