ক্যানিং: তাঁর নামে চাষের জমি কয়েক একর। সোনা-দানাও নেহাত কম নয়। স্ত্রী-র নামেও অগাধ সম্পত্তি। ক্যানিং-পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মোট সম্পত্তির পরিমাণ তিন কোটিরও বেশি। আজকের আয়-ব্যয়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।


সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিধায়ক হওয়ার দু’বছরের মধ্যে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। শুধু ক্যানিং পূর্ব নয়, আশেপাশের একাধিক বিধানসভায় তাঁর প্রভাব সুবিদিত। 


একদা বাম দুর্গ ক্যানিং পূর্ব থেকে দ্বিতীয়বার বিধায়ক হওয়ার লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন শওকত মোল্লা ৷ এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি ৷ 


একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত শওকত মোল্লা ১৭ মার্চ মনোনয়ন জমা দেন। হলফনামায় শওকত জানিয়েছেন, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা। তাঁর স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল ১১ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ৩৫ হাজার ৬৮০ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ ছিল ৪১ হাজার ৩০০ টাকা। শওকতের ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা ৷ তৃণমূল প্রার্থীর স্ত্রীর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১৪ লক্ষ টাকা ৷ শওকতের নামে ৫টি জীবন বিমার পলিসিতে জমা আছে প্রায় ১৮ লক্ষ টাকা ৷


তাঁর স্ত্রীর তিনটি এলআইসির পলিসিতে জমা আছে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ৷ ১৫ লক্ষ টাকা দামের স্করপিওতে চড়েন শওকত। যা তাঁর নিজের নামে কেনা। তৃণমূল প্রার্থীর নামে ৬ লক্ষ ২৫ হাজার টাকার অলঙ্কার আছে। স্ত্রীর নামে আছে ৪৩ লক্ষ ৩ হাজার টাকার গয়না। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি ১ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ২৯২ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৪৩ লক্ষ ৩ হাজার ৮৯৬ টাকা ৷ দম্পত্তির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩ লক্ষ ৫৭ হাজার ১৮৮ টাকা।


ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থীর জমিজমা নেহাত কম নয়। শওকতের নামে ১০ একর চাষ জমি আছে। যার বাজারদর ৫১ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ৬ একর জমি। যার দর ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। তৃণমূল প্রার্থী যে বাড়িতে থাকেন তার দাম ৩৬ লক্ষ টাকা। সব মিলিয়ে শওকতের স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। দম্পত্তির মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা ৷


আর্থিক সংস্থায় ৪৮ লক্ষ ৪০ হাজার টাকার দেনা আছে যুব তৃণমূল নেতার ৷ হলফনামায় ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ নেই।