কলকাতা: সকাল পৌনে ১১টায় রাজভবনে একান্ত অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য।  তার মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। তাঁরা সকলেই শপথ নিলেন একসঙ্গে।  স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আছেন ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। তাঁরাও সকলে একসঙ্গে শপথ নেন। একাধিক নতুন মুখ আছে মন্ত্রিসভায়।

   অসুস্থ থাকায় অমিত মিত্র এবং করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু ভার্চুয়াল শপথ নেন। ভার্চুয়ালে শপথ নিলেন রথীন ঘোষও।


অসুস্থ হওয়ার কারণে এবার ভোটে লড়াই করেননি অমিত মিত্র। তাঁর কেন্দ্র খড়দাতে এবার তৃণমূল প্রার্থী করেছিল কাজল সিনহাকে। কিন্তু খড়দা আসনে ভোট হয়ে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। ভোট গণনায় খড়দা আসনে বিজয়ী হয়েছেন প্রয়াত কাজল সিনহা। তাঁর মৃত্যু হওয়ায় ওই আসনে  পুনর্নিবাচন হবে। তৃণমূল সূত্রের খবর, ওই আসনে প্রার্থী হবেন অমিত মিত্র।


২০১১-তে প্রথমবার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রকের দায়িত্ব তুলে দিয়েছিলেন অমিত মিত্রর হাতে। ২০১৬-র নির্বাচনে খড়দা থেকে জয়ী হয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন অমিত মিত্র। এবার সশরীরে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারলেন না তিনি। ভার্চুয়ালে রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান অমিত মিত্র সহ ব্রাত্য বসু ও রথিন ঘোষকে।


বণিক সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র  প্রাক্তন সেক্রেটারি জেনারেল ২০১১-র নির্বাচনে রাজ্যের প্রাক্তন বাম সরকারের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে খড়দা আসনে নির্বাচিত হয়েছিলেন।
অর্থনীতির প্রাক্তন অধ্যাপক জগতের মানুষ অমিত মিত্র। তাঁর বাবা হরিদাস মিত্র ছিলেন প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী ও  পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার। তাঁর মা বেলা মিত্র।  প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক অমিত মিত্র দিল্লি স্কুল অফ ইকনোমিক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমেরিকার ডিউক ইউনিভার্সিটিতে পিএইচডি করেন। 


অসুস্থতার জন্য ভোটে না লড়লেও তাঁর হাতেই এবারও অর্থমন্ত্রকের দায়িত্ব তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।