কলকাতা: আরও এক দফা প্রার্থীতালিকা ঘোষণা হল বিজেপির। রাজ্য বিধানসভা নির্বাচনে এদিনের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে মুকুল রায়, রাহুল সিনহার মতো হেভিওয়েট ও পার্ণো মিত্রর মতো তারকাদের নাম। এরইমধ্যে আগ্রহ ছিল ভবানীপুর আসনে বিজেপি কাকে প্রার্থী করবে। সব জল্পনার অবসান ঘটিয়ে ওই আসনে প্রার্থীর নাম জানাল বিজেপি। ওই আসনে প্রার্থী করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। ভোটের আগে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন রুদ্রনীল। তাঁকেই কলকাতার এই নজরকাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করল। এই আসনের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসন থেকেই জিতেছিলেন মমতা। ২০১৬-র নির্বাচনেও এই আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবার ভবানীপুর কেন্দ্র ছেড়ে প্রার্থী হয়েছেন নন্দীগ্রাম আসনে।


ভবানীপুরে তৃণমূল প্রার্থী করেছে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী না থাকলেও রুদ্রনীলকে লড়াই করতে হবে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধেই।


এ ব্যাপারে রুদ্রনীল বলেছেন, দল মনে করছে, তাই তাঁকে ওই আসনে প্রার্থী করা হয়েছে। এবিপি আনন্দকে তিনি বলেছেন, দলের নির্দেশ মেনে চলবেন। দলের সিনিয়র নেতা ও ভবানীপুরের মানুষের সঙ্গে, দলের কর্মীদের সঙ্গে কথা বলেই তিনি ভোট প্রস্তুতি ও প্রচারে কৌশল স্থির করবেন।


আদতে হাওড়ার বাসিন্দা রুদ্রনীল। শিবপুর আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছিল। এ ব্যাপারে রুদ্রনীল বললেন, শিবপুর আসনের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। কিন্তু ভবানীপুর আসনে লড়াই একটা চ্যালেঞ্জ। একে মুখ্যমন্ত্রী এই আসন থেকেই লড়াই করতেন, তার ওপর বিদ্যুৎমন্ত্রীর মতো হেভিওয়েট প্রার্থী রয়েছে। তাই এই আসনে লড়াইেয়র অর্থ একটা আদর্শ ও রাজনৈতিক লক্ষ্যের লড়াই।


রুদ্রনীল বলেছেন, এবারের নির্বাচন আদৌ সহজ নয়। আমরা কোনটাকে বেছে নেব এবার তার লড়াই। এবার লড়াই কাটমানি-দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের জন্য নতুন কিছু ভাবার।
জয়ের ব্যাপারে আশাবাদী রুদ্রনীল। তাঁর দাবি, ভবানীপুরের মানুষ বদল আনতে বদ্ধপরিকর। তাঁদের আশা পূরণ হয়নি। এ কথা বুঝতে পেরেই এই আসন ছেড়ে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী।