কলকাতা: সাদা কামিজের ওপর সবুজ ওড়না, চোখে সানগ্লাস। সকালের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে উঠলেন গাড়িতে। গন্তব্য? তৃণমূল ভবন! যাওয়ার আগে বলে গেলেন - 'আমার সৌভাগ্য, দিদি আমায় যোগ্য বলে মনে করেছেন। আজই যোগ দিচ্ছি তৃণমূলে।'
এরপর তৃণমূল ভবনের দপ্তরে পৌঁছে যান সায়ন্তিকা। হাতে তুলে নেন দলের পতাকা। সায়ন্তিকা বলেন, 'আমি গত ১০ বছর দিদির(মমতা বন্দ্যোপাধ্যায়) সমর্থক ছিলাম। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে দিদির হাত আরও শক্ত করে ধরা দরকার। সেইজন্যই এই সিদ্ধান্ত। বাংলার মানুষ দিদিকেই চায়। আমিও দিদিকে চাই। আমি নিজের মত করে আমার মত প্রকাশ করলাম। আমি চাই আপনারা সবাই দিদির পাশে থাকুন।' সায়ন্তিকা আরও জানান, 'আমি দেশের সেবা করতে দলে যোগ দিয়েছি। নির্বাচনে লড়ব কি না এখনও জানি না। দিদি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।'
নির্বাচনের আগে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে টলিউড। বিজেপি শিবিরে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, রণিতা, মানালী দে, সায়নী ঘোষ সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। কার্যক্ষেত্রেও কী দ্বিধাবিভক্ত হয়ে যাবে টলিউড? সায়ন্তিকা বলছেন, ‘কাজের জায়গায় সম্পর্কটা একই রকম থাকবে। আমার দিক থেকে বন্ধুত্বে কোনোও বাধা আসবে না।’
আজ পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর হাত থেকে পতাকা তুলে নেন সায়ন্তিকা। যোগদান করে সায়ন্তিকা ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ তাঁর গলাতেও শোনা গেল ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’
সায়ন্তিকা বললেন, আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমাকে তাঁর যোগ্য মনে করার জন্য দিদিকে ধন্যবাদ। বাংলার মানুষের নিজের ইচ্ছা প্রকাশ করার এটাই সঠিক সময়। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়।’