করুণাময় সিংহ, মালদা: দুর্ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করে ভোটপ্রচারে লিফলেট বিলি করলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। লিফলেটে তাঁর অফিসের কিছু কর্মীর বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। এই ঘটনায় কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধেই খারাপ ব্যবহারের অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবির।
২৬ মে ইন্টারন্যাশনাল sorry day। কিন্তু, ভোটের মরসুমে, মার্চেই ‘সরি’ চেয়ে নিলেন মালদার ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লিফলেটে প্রচার করলেন, কর্মীদের দুর্ব্যবহারের জন্য দুঃখিত। মঙ্গলবার নেতাজি মোড় এলাকায় নির্বাচনী প্রচারে লিফলেট বিলি করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পথচলতি সাধারণ মানুষ, অটোচালক, টোটোচালক, বাইক আরোহীদের হাতে লিফলেট তুলে দেন তিনি। লিফলেটে তাঁর অফিসের কিছু কর্মীর ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী।
ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘গত নির্বাচনে হেরে ছিলাম। তার কারণ অনুসন্ধান করি। অনেকগুলো ঘটনা সামনে আসে। যার মধ্যে আমার অফিসের কর্মীদের ব্যবহার ভাল ছিল না। মানুষ এই বিষয়গুলো আমাকে জানিয়েছে। তাই সত্যি কথাটা মানুষের কাছে স্বীকার করেছি। বয়স বাড়লে ম্যাচিওরিটি বাড়ে। যত ধাক্কা খাব তত শিক্ষা পাব ৷’’
২০১৬ সালের বিধানসভা ভোটে জোট সমর্থিত নির্দল প্রার্থী নীহাররঞ্জন ঘোষের কাছে ৩৯ হাজার ৭২৭ ভোটে পরাজিত হন তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবার বিধানসভা ভোটেও ইংরেজবাজার আসনে কৃষেন্দুনারায়ণ চৌধুরীকে প্রার্থী করেছে তৃণমূল। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ইংরেজবাজারে ৯৪ হাজার ৩৮২ ভোটে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী তাঁর বোধোদয়ের দাবি করলেও, লিফলেট বিলিকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। মালদা জেলার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ‘‘কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে কি মানুষ চেনেন না যে তাঁকে বাড়িতে বাড়িতে গিয়ে পরিচিতিপত্র দিতে হবে। ইংরেজবাজারের মানুষ আগের নির্বাচনে তাঁকে প্রত্যাখ্যান করেছেন। এমনকি তার দলের নেতা-নেত্রীরা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তাঁর ব্যবহারে এত রুষ্ট হয়েছিলেন। এখন তিনি সাধু সাজছেন এটাই কি পলিটিকাল ট্যাকটিস ৷’’
ইংরেজবাজারের সিপিএম প্রার্থী (সংযুক্ত মোর্চা) কৌশিক মিশ্র বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে দুর্ব্যবহারের জন্য মানুষ ৪০ হাজার ভোটে তাকে পরাজিত করেছে। এখনও সেই ব্যবহার অব্যাহত রয়েছে। তিনি জিতলে আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে। মানুষ এখন শান্তিপ্রিয়। ওসব চায় না। ক্ষমা টমা চেয়ে লাভ হবে না। মানুষ এসবকে গুরুত্ব দেবে না।’’
বিরোধী আক্রমণের মুখে ইংরেজবাজারের তৃণমূল প্রার্থীর ঢাল হয়ে দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব। মালদা শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, ‘‘আমাদের দিদির শিক্ষা আছে। কেউ কিছু অন্যায় করলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত । তাতে কোনো ভুল নেই। উনি বাপের ব্যাটা তাই সত্যিটা স্বীকার করেছেন ৷’’ ২৯ এপ্রিল শেষ দফায় মালদার ইংরেজবাজার বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ৷