সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে উত্তর ২৪ পরগনায় ফের তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন বাগদার ব্লক সভানেত্রী তথা হেলেঞ্চার পঞ্চায়েত সদস্যা। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয়ে জল্পনা। এই দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ ঘাস-ফুল শিবির।
ভোট যত এগোচ্ছে, উত্তর ২৪ পরগনায় ততই প্রকট হচ্ছে ঘাস-ফুল শিবিরের ভাঙন!এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন হেলেঞ্চা পঞ্চায়েতের সদস্যা মাধুরী সরকার। তিনি বাগদা ব্লক তৃণমূলের সভানেত্রী ছিলেন। তাঁর দাবি, মঙ্গলবার হোয়াটস্যাপ করে পদত্যাগপত্র জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছেন।
উত্তর ২৪ পরগনার হেলেঞ্চার তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যা মাধুরী সরকার জানান, ‘দলের কাজে বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি ৷’ পঞ্চায়েত সদস্যা তথা ব্লক সভানেত্রী তৃণমূল ছাড়তেই, তাঁর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই সম্ভাবনা পুরোপুরি খারিজ করেননি সদ্য তৃণমূলত্যাগী ব্লক সভানেত্রী। তিনি বলেন, এখনও সিদ্ধান্ত নেইনি। আগামীদিনে সিদ্ধান্ত নিলে জানিয়ে দেব ৷
অন্যদিকে, তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যা পদ্ম-শিবিরে যোগ দেবেন বলে আশাবাদী বিজেপি। যদিও ভোটের মুখে এই দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উত্তর ২৪ পরগনার বিজেপি সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস জানান, শুধু মাধুরী সরকার নয় আরও অনেকে দলবদল করবেন। মে মাসে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত দখল করবে বিজেপি ৷
তৃণমূল কংগ্রেস, উত্তর ২৪ পরগনার তৃণমূলের কোঅর্ডিনেটর গোপাল শেঠ অবশ্য জানান, কে গেল কে এল কিছু যায় আসে না ৷
প্রার্থী তালিকা ঘোষণার পরই টিকিট না পেয়ে ২ দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বারাসাত দক্ষিণের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ওই দিনই তাঁর সঙ্গে দলবদল করেন জেলা পরিষদ সদস্য রণজিৎ বিশ্বাস। সেই আবহে এবার দল ছাড়লেন বাগদা ব্লকের সভানেত্রী।