হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টার অভিযোগে সরব বিজেপি। আজ এনিয়ে লালবাজারে কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়ে এল তিন সদস্যের বিজেপি প্রতিনিধি দল। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।


এমাসের ২৭ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোট। তার আগে কলকাতা পুলিশের পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগে সরব হল বিজেপি। গত কয়েকদিন ধরেই বিজেপি নেতারা অভিযোগ করছেন, পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা হচ্ছে। সোমবার লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার সৌমেন মিত্রের কাছে এই মর্মে অভিযোগ জানায় বিজেপির ৩ সদস্যের প্রতিনিধি দল।


বিজেপির অভিযোগ, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম করে প্রায় আড়াই লক্ষ পুলিশ কর্মী, অফিসার ও সিভিক ভলান্টিয়ারদের এপিক ও আধার কার্ডের কপি সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য ব্যবহার করে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা করা হতে পারে বলে অভিযোগ বিজেপির। দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ‘‘নির্বাচনে ভোট লুঠের নতুন পদ্ধতি।  পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছে।  কয়েকজন অফিসার এর সঙ্গে জড়িত।’’ বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘যে পুলিশ কর্মীরা জড়িত, তাদের সাসপেন্ড করা হোক। প্রয়োজনে নির্বাচন কমিশনে আমরা নির্দিষ্ট অভিযোগ জানাব।’’


বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিজেপির দাবি, পুলিশ কমিশনার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনেও এই অভিযোগ জানিয়েছে বিজেপি।