ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: নির্বাচনের মুখে কাঁথিতে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয়াপুট পঞ্চায়েতের প্রধান অসিত গিরির অশালীন নাচের ভিডিও। এই ভিডিও সামনে আসতেই আসরে নেমেছে গেরুযা শিবির। ভিডিও-য় দলের চরিত্র ফুটে উঠছে বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কারসাজি থাকতে পারে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
ভোটের মুখে তৃণমূল নেতার চটুল নাচের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক দানা বেঁধেছে পূর্ব মেদিনীপুরে। এই ভাইরাল ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে তিনি কাঁথির তৃণমূল পরিচালিত নয়াপুট পঞ্চায়েতের প্রধান অসিত গিরি। ভাইরাল ভিডিওতে তাঁকেই চটুল ভঙ্গিতে নাচতে দেখা যাচ্ছে, সামনে সাজানো রয়েছে অনেক বোতল ও খাবার। ভিডিও প্রকাশ্যে আসতেই এনিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।
কাঁথির বিজেপির সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী জানান, ‘‘এই দলের কোনও শালীনতা এরা কাটমানিখোরের দল। এই অবস্থা এক জনপ্রতিনিধির। দলের চরিত্র ফুটে উঠছে ৷’’ তৃণমূলের পাল্টা দাবি, এর নেপথ্যে বিজেপির হাত থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর মামদু হোসেন বলেন, ‘‘ভাইরাল হয়েছে দেখেছি তবে বিজেপি কোনও কারসাজি করছে কি না দেখতে হবে। প্রধানকেও জিজ্ঞেস করা হয়েছে ৷’’
ভাইরাল ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, সেই তৃণমূল নেতা অসিত গিরির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ২৭ মার্চ কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে তৃণমূল নেতার চটুল নাচের ভাইরাল ভিডিও ঘিরে চরমে বিতর্ক।