মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোট ঘোষণার পর দুর্গাপুরে শ্রমদফতরে চাকরির নিয়োগ প্রক্রিয়া চলায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।


শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। আর ভোটমুখী দুর্গাপুরে শ্রমদফতরের ক্লার্ক এবং কম্পিউটার অপারেটর পদে চলছে নিয়োগ প্রক্রিয়া।


যা নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ সরব হয়েছে সিপিএম। শ্রম দফতর সূত্রে খবর, সোমবার দুর্গাপুরের সিটিসেন্টারে শ্রম দফতরে ক্লার্ক এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছিল। তাতে অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন জেলা এসেছিলেন। দুর্গাপুরের শ্রম দফতরের আধিকারিক মহম্মদ ইব্রাহিম বলেন, ‘‘এই পোস্টের ডাকা হয়েছে কয়েকজন এসেছে নিয়োগ প্রক্রিয়া চলছিল।’’


কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। পশ্চিম বর্ধমানের সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘কিভাবে নির্বাচনী বিধি ভেঙে সরকারী এক দফতরে নিয়োগ প্রক্রিয়া চলে আমরা তদন্তের দাবি জানিয়েছি মহকুমা শাসকের কাছে ৷’’


যদিও সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। দুর্গাপুরের তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, ‘‘মিথ্যে অভিযোগ অভিযোগের কোনও ভিত্তি নেই ৷’’ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’ নির্বাচনের মুখে দুর্গাপুরে চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার তরজায় জড়াল তৃণমূল ও সিপিএম।