উত্তর ২৪ পরগনা: শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুলি চালানোর পিছনে অমিত শাহের চক্রান্তের অভিযোগ তুলে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন বসিরহাটে বিজেপিরৃ সভায় অমিত শাহ বলেন, ''দিদি বার বার বলছেন, অমিত শাহের পদত্যাগ চাই। আমি বলছি, দিদি, মানুষ বললে অবশ্যই পদত্যাগ করব। তবে ২ মে পদত্যাগের জন্য আপনি তৈরি থাকুন। আপনার প্ররোচনাতেই শীতলকুচির ঘটনা ঘটেছে।ওখানে এক রাজবংশী সন্তান মারা গিয়েছেন। কই তা নিয়ে তো কিছু বললেন না দিদি ?''
বসিরহাটের সভায় এই বলেই থেমে থাকেননি অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জনতার উদ্দেশ্যে শাহ বলেন, ''আপনাদের কাছে একটা অনুরোধ করব। গত ১০ বছর ধরে দিদি রা্জ্য শাসন করেছেন। তাই ওনার বিদায় সংবর্ধনা পাওয়া উচিত নয় কি? তাই আপনারা বিজেপিকে ২০০ আসন জিতিয়ে দিদিকে বিদায় সংবর্ধনা জানান।''
এদিন নমশূদ্র, মতুয়া, রাজবংশীদের নিয়ে সরব হন অমিত শাহ। সভায় তিনি বলেন, ''নমশূদ্র, মতুয়ারা নাগরিকত্ব পেলে দিদির সমস্যা কোথায়? এটাই বুঝে উঠতে পারছি না। আমার মনে হয়, অনুপ্রবেশকারীদের চটাতে চাইছেন না দিদি। কংগ্রেস, কমিউনিস্ট ও দিদি কেউ অনুপ্রবেশকারীদের রুখতে পারবে না। যদি অনুপ্রবেশকারীদের রুখতে হয়, তাহলে একমাত্র বিজেপিই রুখতে পারবে।''
শনিবার রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচন চলাকালে শীতলকুচির জোড়া পাটকিতে বুথের বাইরে গুলি চলে।এই ঘটনায় চারজনের মৃত্যু হয়। এর আগে একটি বুথে ভোটের লাইনে গুলি ছোঁড়ার ঘটনায় ১৮ বছরের যুবক আনন্দ বর্মনের মৃত্যু হয়। শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনকে গুলি করে মেরেছে দিল্লির পুলিশ। আমার ৫টা ভাইকে মেরে দিয়ে বলছে, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার।অমিত শাহ তোমার পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তুমি এই ঘটনার চক্রান্তকারী।''
WB Election 2021:২ মে পদত্যাগের জন্য তৈরি থাকুন, মমতাকে পাল্টা অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2021 08:04 PM (IST)
শীতলকুচিকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুলি চালানোর পিছনে অমিত শাহের চক্রান্তের অভিযোগ তুলে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ফাইল ছবি
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
11 Apr 2021 08:04 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -