হাতে রয়েছে আর ১৮ দিন। ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি পেতে আবেদন করতে হবে ২৯ এপ্রিলের মধ্যে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। গত ৯ এপ্রিল থেকেই অনলাইনে আবেদন করা যাচ্ছে চাকরির। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, টেরিটরি হেড, প্রোডাক্ট হেড, আইটি ফাংশনাল অ্যানালিস্ট ছাড়াও বহু পদে নিয়োগ করছে সংস্থা। মূলত, ব্যাঙ্কের সম্পদ বৃদ্ধির কারণেই এই নিয়োগ। যোগ্য ব্যক্তিদের অনলাইনে bankofbaroda.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে। মহারাষ্ট্রের মুম্বইতে চলছে এই নিয়োগ। আবেদন শুরু ৯ এপ্রিল থেকেআবেদন শেষের দিন ২৯ এপ্রিল সবমিলিয়ে পদের সংখ্যা ৫১১ ১. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-৪০৭২. ই-রিলেশনশিপ ম্যানেজার-৫০৩. টেরিটোরি হেডস-৪৪৪ . গ্রুপ হেডস-৬৫ . প্রোডাক্ট হেড-ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ-১৬. হেড-অপারেশনস অ্যান্ড টেকনোলজি-১৭. ডিজিটাল সেলস ম্যানেজার-১৮. আইটি ফাংশনাল অ্যানালিস্ট-ম্যানেজার-১ যোগ্যতা চাকরিপ্রার্থীকে ন্যূনতম স্নাতক হতে হবে। তবে এর পরেও বিভিন্ন পদের জন্য তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।ব্যাঙ্কের ওয়েবসাইটেগেলেই যোগ্যতার বিস্তারিত বিবরণ জানা যাবে। আবেদনকারীর বয়স ১ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-(২৪-৩৫)২ ই-রিলেশনশিপ ম্যানেজার- (২৩-৩৫)৩ টেরিটোরি হেডস-(২৭-৪০)৪ গ্রুপ হেডস-(৩১-৪৫)৫ প্রোডাক্ট হেড-ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ-(২৮-৪৫)৬ হেড-অপারেশনস অ্যান্ড টেকনোলজি-(৩১-৪৫)৭ ডিজিটাল সেলস ম্যানেজার-(২৬-৪০)৮ আইটি ফাংশনাল অ্যানালিস্ট-ম্যানেজার-(২৬-৩৫) নিয়োগপদ্ধতি আবেদনপত্র জমা পড়লেই পছন্দের চাকরিপ্রার্থীদের ডাকবে সংস্থা। সেখানে গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউয়ে বেশ কয়েকটি রাউন্ডের মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। নিয়োগের সময় ব্যাঙ্কিং সেক্টরে প্রার্থীর অভিজ্ঞতার কথাও মাথায় রাখবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কীভাবে আবেদন করবেন ? আবেদনের যোগ্য ও চাকরিপ্রত্যাশীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে www.bankofbaroda.co.in/
Education Loan Information:
Calculate Education Loan EMI