কলকাতা: বাইশ গজ ছেড়ে নতুন মাঠে। রাজনীতির ময়দানে নবাগত অশোক দিন্দার জমি-জমা নেহাত কম নয়। একাধিক জমি, ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ির মালিক এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আজকের ‘আয়-ব্যয়ে’ পূর্ব ময়নার বিজেপি প্রার্থীর সম্পত্তির খতিয়ান।


মাঠে যখন নামতেন, তখন বল হাতে আগুন ঝরাতেন...সদ্য ক্রিকেট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই পেয়েছেন হোমগ্রাউন্ড ময়নার লড়ার টিকিট। সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া অশোক দিন্দার জন্য পূর্ব মেদিনীপুরের এই আসনে আলাদা নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ময়নায় তৃণমূলের সংগ্রাম দোলুই ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিকের সঙ্গে লড়াই দিন্দার। গত ১১ মার্চ প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন জমা দেন। হলফনামায় দিন্দা জানিয়েছেন, তাঁর হাতে নগদ আছে ৬ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা ৷


প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীর হাতে গচ্ছিত রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকা ৷ দুটি ব্যাঙ্কে তাঁর জমা আছে ১০ লক্ষ টাকা ৷ স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে প্রায় ১২ লক্ষ টাকা ৷


দিন্দার নামে পোস্ট অফিসে জমা আছে প্রায় ১০ লক্ষ টাকা ৷ তিনটি বিলাসবহুল গাড়ি আছে দিন্দার। যার দাম ৭৬ লক্ষ টাকা। দিন্দার নিজের নামে আছে ১৬ গ্রাম সোনা। তাঁর স্ত্রীর নামে ৯০ গ্রাম সোনা রয়েছে। সব মিলিয়ে দিন্দার নামে অস্থাবর সম্পদ ১ কোটি ৯ লক্ষ ৮০ হাজার ১২৫ টাকা ৷ আর তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পদ ৫৩ লক্ষ ৭ হাজার ৪৫২ টাকা ৷ দিন্দা দম্পতির মোট অস্থাবর সম্পদ ১ কোটি ৬২ লক্ষ ৮৭ হাজার ৫৭৭ টাকা ৷ পাশাপাশি দিন্দার মালিকানায় বেশ কিছু কৃষিজমি আছে। হলফনামায় তিনি জানিয়েছেন যার বাজার দর প্রায় আড়াই কোটি টাকা।অকৃষি জমিও রয়েছে তাঁর নামে। যার দাম ১৭ লক্ষ ৭৬ হাজার টাকা। ট্যাংরা, নিউটাউনে দুটি ফ্ল্যাট আছে দিন্দার। যার দাম ৩ কোটি ২০ লক্ষ। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পদ ৫ কোটি ৮৭ লক্ষ ৭৬ টাকা। বাংলায় স্নাতক দিন্দা প্রথমবার ভোটের লড়াইয়ে। ২২ গজের মতো নতুন ইনিংসে কি ছাপ ফেলতে পারবেন? তা নিয়ে রয়েছে জল্পনা।