নয়াদিল্লি: ভারতে ফের চোখ রাঙানি করোনাভাইরাসের। দেশে ফের লাফিয়ে বাড়ছে করোনা-গ্রাফ। ফের ৫০ হাজার ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আড়াইশোর বেশি। তবে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। 


গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ২ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে।  


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ৮৭ হাজার ৫৩৪।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৩১ হাজার ৬৫০ জন।    


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৫।  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৭৬। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ২৬২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯০ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২৩ হাজার ৯০৭।  দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৫ দশমিক ২৮ শতাংশ।
দেশে পাঁচ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার পরও করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকানো যাচ্ছে না। প্রত্যেকদিনই আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৩ হাজার আক্রান্ত হয়েছেন। গত পাঁচ মাসে প্রথমবার এত সংখ্যায় সংক্রমণের ঘটনা সামনে এসেছে। 
একটা সময় দেশে করোনা আক্রান্তর সংখ্যা কমতে শুরু করেছিল। চলতি বছরের ১ ফেব্রুয়ারি দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৮,৬৩৫। দৈনিক আক্রান্তর নিরিখে এটাই ছিল চলতি বছরের সর্বনিম্ন। সবচেয়ে বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গত বছরের সেপ্টেম্বরে। 
দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের ১০ টি জেলাতে সক্রিয় আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। এগুলি হল-পুনে, নাগপুর, মুম্বই, ঠানে, নাসিক, ঔরঙ্গাবাদ, বেঙ্গালুরু, আর্বান নান্দেদ, জলগাঁও ও আকোলা। পঞ্জাব ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। এছাড়াও গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, ছত্তিশগঢ় ও চণ্ডীগড়েও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।