ঢাকা: বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে মোদির মুখে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা। মোদি বলেন, 'আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণবদা বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব উর রহমানের জীবন, ধৈর্য, চিন্তাভাবনা হল আত্মসংযমের প্রতীক।'


করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী। দু’ দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে  অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'এটা খুব তাৎপর্যপূর্ণ যে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছর ও ভারতের স্বাধীন হওয়ার ৭৫ বছর প্রায় একসঙ্গেই এসেছে। একবিংশ শতাব্দীতে আমাদের দুই দেশের সামনেই পরবর্তী পঁচিশ বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসা-বাণিজ্যে আমাদের সম্ভাবনা একইরকম। আবার সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের আশঙ্কাও একইরকম। আমাদের সাবধানে থাকতে হবে। মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে। আমাদের দুই দেশের কাছেই প্রধান শক্তি হচ্ছে গণতন্ত্র। গোটা অঞ্চলের উন্নতির জন্য আমাদের এক হয়ে লড়াই করতে হবে। আমরা দেখিয়ে দিয়েছি, পারস্পরিক আস্থা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। ভারতে তৈরি করোনার ভ্যাকসিন বাংলাদেশের ভাই-বোনদের কাজে আসছে বলে আমি খুব খুশি।'


প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের ৫০ জন উদ্যোগপতিকে ভারতে আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের পড়ুয়াদের জন্য সুবর্ণ জয়ন্তী স্কলারশিপও ঘোষণা করেন মোদি। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।


বঙ্গবন্ধুকে গাঁধী শান্তি সম্মান দিতে পেরে আমরা গর্বিত: ঢাকায় মোদি


এদিন বক্তৃতা দেওয়ার সময় বাংলাতেই মোদি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব উর রহমান বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হবেই। বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন শক্তি নেই।' মোদি আরও বলেন, 'ভারত-বাংলাদেশ মিলিতভাবে ক্ষিপ্র গতিতে উন্নয়নের পথ ধরে দৌড়বে।'


সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি। কিন্তু তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ৮ দফা বিধানসভা ভোটের প্রথম পর্ব। কাল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মোদি।


মোদি তাঁর বক্তব্য শেষ করার সময় বাংলাতে বলেন, 'ভারত-বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক। জয় বাংলা, জয় হিন্দ।'