সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে সভাস্থল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, মাঠটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকায় তারা সভা করার অনুমতি পায় না। অথচ বিজেপির জন্য সে বাধা নেই। এনিয়ে গেরুয়া শিবিরের দাবি, মিথ্যে অভিযোগ করছে শাসক দল। অন্যদিকে, নীলগঞ্জে পরিবর্তন যাত্রার তোরণ ভাঙা নিয়েও তরজা শুরু হয়েছে।


একুশের কুরুক্ষেত্রের আগে ফের সভাস্থল তরজা! স্থান বদলে এবারের ঘটনাস্থল শিল্প শহর ব্যারাকপুর! বৃহস্পতিবার ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবারের বঙ্গ সফরে ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর। কিন্তু, তার আগে বিজেপির সভাস্থল নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। যে মাঠে জনসভা হবে, সেটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন। তৃণমূলের অভিযোগ, সভা করা নিয়ে পক্ষপাতমূলক আচরণ করে প্রতিরক্ষা মন্ত্রক।


ব্যারাকপুর পুরসভার তৃণমূল নেতা ও প্রশাসক উত্তম দাস বলেন, ‘‘আমরা সভা করার অনুমতি চাইলে মেলে না, অথচ বিজেপি পেল ৷’’ অবান্তর অভিযোগ করছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।


রাজ্য বিজেপির সম্পাদক ফাল্গুনী পাত্র বলেন, ‘‘ওই মাঠে লোক জড়ো করতে পারবে না জেনে মিথ্যে অভিযোগ ৷’’


তবে বিতর্ক শুধু সভাস্থলেই থেমে নেই। তোরণ ভাঙা নিয়েও দু’পক্ষের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।


 


ব্যারাকপুর-বারাসাত রোডের নীলগঞ্জে বেপরোয়া লরির ধাক্কায় পরিবর্তন যাত্রার একটি তোরণ ভেঙেছে।  ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের হাইটেনশন তার।


প্রতিবাদে মঙ্গলবার সকালে আধঘণ্টা পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, এর নেপথ্যে তৃণমূলের চক্রান্ত রয়েছে। তৃণমূলের পাল্টা জবাব, না জেনে মিথ্যে দোষারোপ করা হচ্ছে।