গোপাল চট্টোপাধ্যয়, বীরভূম: ঘরে ঢুকে ঘুম থেকে তুলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেওয়া হয়েছে খুনের হুমকি। অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, তৃণমূলের মহিলা কর্মীর শ্লীলতাহানি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই বিজেপি কর্মী।
ভোট যত এগিয়ে আসছে, ততই তপ্ত হয়ে উঠছে বীরভূমের লাল মাটি। অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগানে সরগরম রাজ্য-রাজনীতি। তার মধ্যেই এবার হিংসার অভিযোগ লাভপুরে। বিজেপি কর্মী বাচ্চু ধীবর লাভপুরের সন্দীপন পাড়ার বাসিন্দা। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপি না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয়।
লাভপুরের বিজেপি কর্মী বাচ্চু ধীবর জানান, ‘‘গতকাল, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। শুয়েছিলাম। আমাকে তুলে মারধর করে। বিজেপি করলে বা পার্টি অফিসে গেলে প্রাণে মারার হুমকি দেয় ৷’’
এর প্রেক্ষিতে লাভপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। লাভপুরের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ আচার্য জানান, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীকে মারধর করেছে। থানায় অভিযোগ দায়ের করলাম। প্রশাসন ব্যবস্থা না নিলে দলের উচ্চ নেতৃত্বকে জানাব ৷’’
হামলার অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীকেই অভিযুক্ত করেছে তৃণমূল। শাসক শিবিরের পাল্টা দাবি, দলের এক মহিলা কর্মীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন বাচ্চু। বীরভূমে তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, ‘‘তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের শ্লীলতাহানি ধামাচাপা দিতে মারধরের মিথ্যা অভিযোগ করছে বিজেপি ৷’’ সব মিলিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর তুঙ্গে লালমাটির লাভপুরে।