সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: আগামীকাল রাজ্য বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ।    ষষ্ঠ দফার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চল। আগামীকাল উত্তর ২৪ পরগনার ১৭ বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। তার আগে গতকাল রাত থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। এরইমধ্যে খড়দা বিধানসভা এলাকায় একটি ক্লাবঘরে বিস্ফোরণ। এই ঘটনায় মৃত্যু ১ জনের। গুরুতর জখম একজন।


গতকাল রাতে রোডে টিটাগড়ের জিসি রোজ খাটাল একালায় একটি ক্লাবঘরে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণে ক্লাব ঘরটি ছিন্নভিন্ন হয়ে যায়। উড়ে যায় চাল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুজনকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


জোরাল বিস্ফোরণে ক্লাবঘরটি বিধ্বস্ত হয়ে পড়ে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অনেকগুলি কৌটো। ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। ক্লাব ঘরটির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।


পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানতে পারা গেছে, ওই ক্লাব ঘরে বোমা তৈরি হচ্ছিল। সম্ভবত বোমা তৈরির সময়ই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, নিহত ও আহতের পরিচয়। তারা স্থানীয় এলাকার বাসিন্দা বলে খবর। ঘটনাস্থল থেকে ফরেনসিক  বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন বলে জানা গেছে।


আগামীকাল ভোটের আগে এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগামীকাল ভোটে অশান্তির আশঙ্কাও করছেন অনেকে।


খড়দায় এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। লড়াইয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা, বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, সংযুক্ত মোর্চার প্রার্থী দেবজ্যোতি দাস।    


এদিকে, ভোটের আগে উত্তপ্ত জগদ্দল ।  বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের।  বিজেপি সাংসদের অভিযোগ, বোমাবাজির পর তল্লাশি চালানোর সময় মহিলাদের হেনস্থা করে পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিংহ। জগদ্দলে বোমাবাজির কিছুক্ষণের মধ্যে কাঁচরাপাড়াতেও বোমাবাজি হয়। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ।


সবমিলিয়ে আগামীকালের ভোটের আগে উত্তেজনার পারদ চড়ছে জেলায়।