কলকাতা:  রাজ্যে করোনা আক্রান্ত আরও এক প্রার্থী। যাদবপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর শরীরে মিলেছে সংক্রমণ। গতকাল চেস্টের সিটি স্ক্যান করার পর চিকিত্সকের পরামর্শে ভর্তি করা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। আজ ভোররাতে সুজন চক্রবর্তীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।  করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর।


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়াচ্ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। এখনও বাকি তিন দফা নির্বাচন ৷ কিন্তু কমিশনের একদিনে ভোট করানোর কোনও পরিকল্পনা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক এবং রুপোলি পর্দার ব্যক্তিরা একের পর এক ভাইরাস আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্ত হলেন সুজন চক্রবর্তী।সুজন চক্রবর্তী এবার ভোটের প্রচারে সামনের সারিতেই ছিলেন। আপাতত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।


করোনার দ্বিতীয় ঢেউয়ে শাসক এবং বিরোধী শিবিরের একের পর এক নেতা প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। লালদুর্গে একের পর এক করোনার থাবা বসেছে। এর আগে রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।


 এদিকে, জানা গেছে বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক রয়েছে বলে জানা গেছে।


রবিবার গাইঘাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারসভায় অংশ নিতে যাওয়ার আগে নিজের কোভিড পরীক্ষা করান মমতাবালা। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ওইদিনই বনগাঁর হাসপাতালে গিয়ে পুনরায় নিজের কোভিড পরীক্ষা করালেও রিপোর্টে কোনও হেরফের ঘটেনি ৷ এরপরেই চিকিৎসকদের পরামর্শে তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় ৷