অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থনের কথা জানাল বড়ো জাগরণ মঞ্চ। সংগঠনের দাবি, বঞ্চনা থেকেই এই সিদ্ধান্ত। বড়ো জাগরণ মঞ্চ তাদের সমর্থনের ঘোষণা করায় বিজেপির দাবি, এতে উত্তরবঙ্গে তারা আরও লাভবান হবে। বড়োরা তাদের সঙ্গেই রয়েছে, পাল্টা দাবি তৃণমূলের।


উত্তরবঙ্গে এখনও ভোট শুরু হয়নি। তার আগে এক জনজাতির সমর্থন আদায় করে নিল বিজেপি। এবারের ভোটে গেরুয়া শিবিরকে সমর্থনের কথা জানাল বড়ো জাগরণ মঞ্চ। 


তাদের প্রতি দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে সংগঠনের তরফে জানানো হয়েছে, বড়ো জনজাতিদের উন্নয়নে বিজেপির কাছে ৫ দফা দাবি জানিয়েছে তারা। ক্ষমতায় এলে বিজেপি তা পালনের প্রতিশ্রুতি দিয়েছে। বড়ো জাগরণ মঞ্চের সভাপতি নলকুমার নার্জিনারি জানান, ‘‘বিভিন্ন জনজাতির উন্নয়ন বোর্ড গঠন হলেও বঞ্চিত থেকে গেছেন তাঁরা, মুখ্যমন্ত্রী সৎ মায়ের মতোই আচরণ করছে ৷’’


 



 


বড়ো জনজাতিদের সংগঠন সমর্থন ঘোষণা করায়, উৎফুল্ল বিজেপিরও দাবি, উত্তরবঙ্গে বসবাসকারী তিন লক্ষাধিক বরোদের জন্য কোনও কাজই করেনি রাজ্য। 


আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘বহুদিন ধরে এই ন্যায্য দাবী তারা করে আসলেও রাজ্য সরকার মেনে নেয়নি, বড়ো সমাজের উন্নয়নে বিজেপি আগামীতে কাজ করবে ৷’’


যদিও, বড়ো সংগঠন বিজেপিকে সমর্থন করলেও, বড়ো জনজাতির মানুষরা তাদের পাশেই রয়েছে বলে পাল্টা দাবি করেছে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল নেতৃত্ব। 


আরও পড়ুন:

WB Election 2021: আলিপুরদুয়ারে বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারার অভিযোগ, পাল্টা পতাকা-ফেস্টুন পোড়ানোর দাবি শাসকদলের


জেলা মুখপাত্র ও আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘এই একই দাবি নিয়ে আমিও বহুবার শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, এদেরও বোর্ড গঠন হবে, বড়ো জনজাতির কেউ বিজেপিকে ভোট দেবে না ৷’’


সম্প্রতি, আলিপুরদুয়ারে উত্তরপ্রদেশ পুলিশের রুটমার্চ ঘিরে শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা। পরনে খাকি পোশাক, গলায় গেরুয়া রঙের ফিতে ঝুলিয়ে আলিপুরদুয়ারে ১০ কিমি রাস্তা রুটমার্চ করে র আর্মড ফোর্স।


আগামী ১০ এপ্রিল আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ।