আমডাঙা : কোথাও রাতভর বোমাবাজি, কোথাও রাত থেকেই রাজনৈতিক সংঘর্ষ। ভোটষষ্ঠীর শুরু থেকেই অশান্তির খণ্ডচিত্র। বিভিন্ন জায়গায় উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি।


গতকাল মাঝরাতে সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় রাতভর বোমাবাজি হয়। স্থানীয়দের  দাবি, প্রায় ১০-১২টি বোমা ফাটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভার সবকটি কেন্দ্রই স্পর্শকাতর। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট করানো নির্বাচন কমিশনের পক্ষে বড় চ্যালেঞ।


অন্যদিকে নদিয়ার নবদ্বীপেও ভোটের আগের রাতে অশান্তি। নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বিজেপি কর্মী। অন্যদিকে, তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। মত্ত অবস্থায় বিজেপি যুব মোর্চার কর্মীরা হুমকি দিতে শুরু করায় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলে। পালানোর সময় পড়ে গিয়ে ২ বিজেপি কর্মী আহত হন বলে শাসক শিবিরের দাবি। 


বৃহস্পতিবার রাজ্যজুড়ে ষষ্ঠদফার ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর এবং নদিয়ার ৯টি করে আসনে ভোট। চার জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত।



ভোটের আগের রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল। খড়দায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর গাড়িতে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষার দাবি। যে ঘটনার পর কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, অবরোধ দেখান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। অপরদিকে, টিটাগড়ে ক্লাবে বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ১। কাঁচরাপাড়ায় বোমাবাজি। বেনজিরভাবে শুধু ব্যারাকপুর মহকুমাতেই ১০৭ কোম্পানি বাহিনী, চারজন পর্যবেক্ষক ও দুই পুলিশ পর্যবেক্ষক।


একঝলকে ষষ্ঠ দফার ভোট-


ভোট ষষ্ঠীতে উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর, এই ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ।
 
উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।


জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-


উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।


নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।


পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


উত্তর দিনাজপুর (৯)- 
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।